ওয়েব ডেস্ক: পাকিস্তানের (Pakistan) হয়ে গুপ্তচরবৃত্তি (Spy arrested) করার অভিযোগে গ্রেফতার ভারতীয় ইউটিউবার (Youtuber) জ্যোতি মালহোত্রা (Jyoti Malhotra)। তবে পুলিশের জালে জ্যোতি একা নন। দেশের গোপন তথ্য পাচার করছিল আরও কয়েকজন! ভারতীয় গোয়েন্দাদের ৱ্যাডারে এবার আরও এক ইউটিউবার।
সূত্রের খবর, জ্যোতিকে গ্রেফতার করার পর এবার পুলিশ জেরা করছে পুরীর ইউটিউবার প্রিয়ঙ্কা সেনাপতিকে। ওড়িশা পুলিশ ও গোয়েন্দা বিভাগের সন্দেহ, ইনিও পাকিস্তানে চালান করছে ভারতের জরুরি তথ্য। জ্যোতির সঙ্গেও তাঁর পরিচয় ছিল। সম্প্রতি দুজনেই কর্তারপুর সাহিব করিডর দিয়ে পাকিস্তানে গিয়েছিল। কাশ্মীরেও একসঙ্গে দেখা গিয়েছে তাদের।
আরও পড়ুন: সন্দেহজনক লেনদেনের খোঁজে জ্যোতির ব্যাঙ্ক অ্যাকাউন্টে নজর
গোয়েন্দা সূত্রে খবর, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে পুরীতে গিয়েছিল জ্যোতি। সেখানেই তাঁর পরিচয় হয় প্রিয়াঙ্কা সেনাপতির সঙ্গে। ওই সময়ে পুরীর জগন্নাথ মন্দির থেকে শুরু করে পুরীর বিভিন্ন সরকারি দফতর ও প্রকল্পের ছবি তোলে। প্রাথমিক তদন্তে অনুমান, ছবিগুলি হয়তো কোনও ডিজিটাল টুলের মাধ্যমে পাকিস্তানে পাঠানো হয়েছে। তবে কি এবার জঙ্গিদের পাখির চোখ পুরীর মন্দির?
গোয়েন্দা আধিকারিকরা আরও জানিয়েছেন, ইতিমধ্যেই প্রিয়ঙ্কা সেনাপতিকে জেরা করা শুরু হয়েছে। জ্যোতির সঙ্গে তার সরাসরি বা পরোক্ষ কোনও যোগাযোগ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় কী কথা হয়েছে তার জন্য খতিয়ে দেখা হচ্ছে চ্যাটও।
যদিও প্রিয়াঙ্কা দাবি করেছেন, জ্যোতি তাঁর বন্ধু। সোশ্যাল মিডিয়ার সূত্র ধরেই তাঁদের আলাপ। ইউটিউব করার পাশাপাশি, জ্যোতি কী করতেন সে বিষয়ে কিছু জানতেন না। তদন্তে সবরকম সহযোগিতা করতে রাজি তিনি।
দেখুন আরও খবর: