জ্যোতিষশাস্ত্র (Horoscope) মানবজীবনে খুব খুব গুরুত্বপূর্ণ। পূরাকাল থেকে জ্যোতিষশাস্ত্রের মাহাত্ম্য মানুষ জানে। গ্রহ পরিবর্তনের জাতক-জাতিকাদের (Zodiac Sogn) রাশিতে পরিবর্তন লক্ষ্য করা যায়। রাহু (Rahu) আর কেতু (Ketu) , এই দুই গ্রহ দেড় বছর পর রাশি পরিবর্তন করে থাকে। ১৮ মে কেতু গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করবে। এই তিন রাশির ভাগ্যে নতুন কিছু অপেক্ষা করছে।
বৃষ
কেতুর গোচর আপনার জন্য সৌভাগ্যের সূচক। অসমাপ্ত কাজগুলি এবার গতি পাবে। কর্মক্ষেত্রে কোনও বড় প্রজেক্টের দায়িত্ব পেতে পারেন। কর্তৃপক্ষের প্রশংসা পাবেন। বিনিয়োগ করলে ভালো ফল পাবেন। আর্থিক ভাগ্য শুভ। গাড়ি-বাড়ি সম্পত্তি ক্রয় করতে পারেন। পরিবারের সঙ্গে স্বপ্নের ভ্রমণ এবার ফলপ্রসূ হতে পারেন।
আরও পড়ুন- মে মাসে শুক্রের রেবতী নক্ষত্রে প্রবেশ, এই তিন রাশির জীবনে পরিবর্তন আসবে
বৃশ্চিক
এই গোচরের কারণে আপনার জীবনে শুভ ফল দেবে। নতুন চাকরির যোগ। সরকারি চাকরির যোগ রয়েছে। কর্মে যে ধরনের সমস্যাগুলো আসছিল, সেগুলি মিটে যাবে। বেতন বৃদ্ধি পাবে। আপনি এবার আপনার পরিশ্রমের ফল পাবেন। ভাগ্য আপনার সহায় থাকবে। চাকরি হোক বা ব্যবসা পেশাগত জীবনে আপনি উন্নতি করবেন। অবিবাহিতদের বিয়ের কথা বার্তা শুরু হতে পারে। আপনার পেশাগত জীবন উন্নত হবে। অবিবাহিত ব্যক্তিরা বিয়ের প্রস্তাব পেতে পারেন।
ধনু-
চাকরিজীবনে পরিবর্তন আসবে। উন্নতি হবে। কর্মে দায়িত্ব বৃদ্ধি। কর্মসূত্রে বিদেশ যাত্রা হতে পারে। যারা নতুন কর্মে খোঁজ করছিলেন, তারা তাদের প্রত্যাশিত কর্ম পাবেন। কেতুর এই গোচর, যা দেড় বছর পরে ঘটতে চলেছে, আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। ব্যবসায় সাফল্য লাভ হবে। আর্থিক উন্নতি। ব্যবসায় কোনও বড় চুক্তি সাইন করতে পারেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।