স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব ১৯ সাফ চ্যাম্পিয়নশিপে (U-19 SAFF Championship) চ্যাম্পিয়ন হল ভারত (India)। ফাইনালে বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে টাইব্রেকারে ৪-৩ ফলে জিতেছে তারা। মাথা ঠান্ডা রেখে শেষ পেনাল্টি মেরে জেতালেন অধিনায়ক সিঙ্গামায়ুম শামি (Singamayum Shami)। ১২ গজ দূর থেকে তাঁর শট জালে জড়াতেই উৎসব শুরু হয়ে যায়। হতাশায় মাটিতে শুয়ে পড়েন বাংলাদেশের ছেলেরা।
৯০ মিনিট পর্যন্ত ম্যাচের ফলাফল ছিল ১-১। এরপর টাইব্রেকার শুরু হয়। কার্যত স্নায়ুযুদ্ধে পরিণত হয় তা। বাংলাদেশ প্রথম তিনটে শটেই গোল পায়, কিন্তু ভারতের দ্বিতীয় শট মিস। কিন্তু এরপর ভারত আর মিস করেনি, বরং চতুর্থ ও পঞ্চম শটে গোল করতে ব্যর্থ হয় বাংলাদেশিরা।
আরও পড়ুন: এফএ কাপে ইতিহাস, সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেস
ম্যাচের ২ মিনিটে ব্লু টাইগারদের এগিয়ে দেন অধিনায়ক শামি। প্রথমার্ধে ভারতেরই দাপট ছিল, প্রচুর সুযোগও তৈরি হয়। কিন্তু ফিনিশিংয়ের অভাবে ব্যবধান বাড়েনি। উলটে দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় বাংলাদেশ। ৬১ মিনিটে গোল করেন মহম্মদ জয় আহমেদ।
টাইব্রেকারে ভারতের হয়ে রোহেন সিং গোল মিস করেন। কিন্তু বিবিয়ানো ফার্নান্ডেজের (Bibiano Fernandez) ছেলেরা আশাহত হয়নি। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হুদা ফয়জলের শট ক্রসবারের উপর দিয়ে উড়ে যেতেই ভারত ম্যাচে ফেরে। আত্মবিশ্বাসে ভরপুর অনূর্ধ্ব ১৯-এর ছেলেদের পরের দুট স্পটকিক গোলে,ঢোকে। ভারতের গোলকিপার সূরয সিং (Suraj Singh) মোক্ষম সময়ে সালাহুদ্দিনের শট বাঁচিয়ে দেন।
দেখুন অন্য খবর: