স্পোর্টস ডেস্ক: ওয়েম্বলি স্টেডিয়ামে (Wembley Stadium) ইতিহাস সৃষ্টি হল। ম্যাঞ্চেস্টার সিটিকে (Man City) ১-০ হারিয়ে এফএ কাপ চ্যাম্পিয়ন হল ক্রিস্টাল প্যালেস (Crystal Palace)। প্যালেসের ১১৯ বছরের ইতিহাসে এই প্রথম কোনও বড় ট্রফি জয়। ম্যাচ শেষের বাঁশি বাজতেই তাদের সমর্থকরা আবেগে ভাসলেন, কারও চোখে জল, পাগলের মতো চিৎকার করছেন, গান গাইছেন।
বহু বছর পর ট্রফিহীন ভাবে শেষ হল ম্যান সিটির মরসুম। বহু বছর পর ট্রফিহীন ভাবে মরসুম শেষ হল পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola)। ম্যাচের আগের দিন কিংবদন্তি কোচ বলেছিলেন, কেভিন ডি ব্রুইনার (Kevin de Bruyne) জন্যই এফএ কাপ জিততে চান। ডি ব্রুইনা এ মরসুমের শেষে সিটি ছাড়ছেন। কিন্তু তাঁর বিদায়টা আনন্দের হল না। এই মরসুমটাই ম্যান সিটির জন্য আনন্দের নয়।
আরও পড়ুন: দ্বিতীয় পর্যায়ে আইপিএল বোধনে বিঘ্ন, বৃষ্টিতে পিছোল কলকাতা-বেঙ্গালুরুর ম্যাচ
ভাগ্য সঙ্গে ছিল না গুয়ার্দিওলার দলের। বলের দখল থেকে গোলে শট, সবক্ষেত্রেই এগিয়ে ছিল তারা। কিন্তু কাজের কাজ গোলটাই হয়ে উঠল না। এমনকী পেনাল্টি পেয়েও গোল হয়নি। সাধারণত এর্লিং হালান্ড পেনাল্টি নেন, তিনি হঠাৎ ওমর মারমুশকে মারতে দিলেন। প্যালেসের গোলকিপার ডিন হেন্ডারসন (Dean Henderson) তাঁর ডান দিকে ঝাঁপিয়ে সেভ করেন।
শুধু এই পেনাল্টি নয়, একাধিকবার নিশ্চিত গোল বাঁচিয়ে দিয়েছেন প্রাক্তন ম্যান ইউ গোলকিপার। জেরেমি ডোকুর শটটা যেভাবে বাঁচালেন, গোলকিপিং দক্ষতার আদর্শ বিজ্ঞাপন হয়ে থেকে যাবে। আর কাউন্টার অ্যাটাক থেকে সিটির জালে বল জড়িয়ে দেন এবেরেচি এজে। এই গোলেই ইতিহাস সৃষ্টি হল।
দেখুন অন্য খবর: