ওয়েবডেস্ক- ২২ এপ্রিল পহেলগামে (Pahalgam) জঙ্গি হানার পর থেকেই জম্মু কাশ্মীর (Jammu Kashmir) জুড়ে চলছে সন্ত্রাসবিরোধী অভিযান (Anti-terror operations) । অতি সক্রিয় নিরাপত্তা বাহিনী। রাজ্য তদন্ত সংস্থা (SIA) কুপওয়ারা, শ্রীনগর, গান্দেরবল এবং বারামুল্লা-সহ কাশ্মীর উপত্যকার কমপক্ষে ১০ টি স্থানে জোরদার তল্লাশি চালাচ্ছে। শনিবার দুপুর পর্যন্ত এই অভিযান থেকে কোনও গ্রেফতার বা হতা-হতের খবর আসেনি।
SIA সূত্রে জানানো হয়েছে, ২২ এপ্রিলের পর থেকেই পহেলমগাম হামলার পর থেকেই দক্ষিণ কাশ্মীরের নির্দির্ষ্ট এলাকায় টার্গেট করে অভিযান চালানো হছে চালানো হচ্ছে। গত তিনদিনে মোট ৬ জন জঙ্গি নিকেশ হয়েছে।
আরও পড়ুন- পহেলগাম আবহে বড় সাফল্য পেল NIA, ISIS স্লিপার সেলের ২ সদস্য গ্রেফতার পুনেতে
মঙ্গলবারও সোপিয়ানে কেল্লার অভিযান (Shopian) চালায় নিরাপত্তা বাহিনী। পুলওয়ামার ত্রালের নাদারে দুটি পৃথক এনকাউন্টারে তিনজন করে মোট ছয়জন জঙ্গিকে খতম করা হয়েছে। এর মধ্যে ছিল নিহত হয়। শাহিদ কুট্টে, কুখ্যাত সন্ত্রাসী। একাধিক হামলায় তার নাম জড়িয়েছে। ২০২৩ সালের ১৮ মে সোপিয়ানের হীরপোরায় এক পঞ্চায়েত প্রধানকে হত্যা ঘটনা রয়েছে। এছাড়াও ৮ এপ্রিল ডেনিশ রিসর্টে গুলির ঘটনায় দুই জার্মান পর্যটক ও একজন ড্রাইভার আহত নেপথ্যে ছিল এই শাহিদ কুট্টে।
২২ এপ্রিল পহেলগামের বৈসারণে নারকীয় ঘটনা ঘটে। পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। ঘটনায় মারা যায় ২৬ জন। এই ঘটনায় লস্করের তৈইবার শাখা সংগঠন টিআরএফ দায় স্বীকার করে। এই হিংসার ঘটনায় জ্বলে ওঠে দেশ। পহেলগাম কাণ্ডে নতুন করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। ভারত পাকিস্তানের উপর হুঙ্কার দিয়ে ‘অপারেশন সিঁন্দুর’ অভিযান চালায়। ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। গুরুত্বপূর্ণ জায়গাগুলি নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানে ভারতীয় সেনা। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তানে নূর খান বেস।
দেখুন আরও খবর-