ওয়েব ডেস্ক: শ্রীনগরে শহীদ অগ্নিবীর আকাশদীপ সিং (Akashdeep Singh)। জম্মু-কাশ্মীরে (Jammu And Kashmir) কর্মরত অবস্থায় শহীদ হন এই ভারতীয় জওয়ান। পূর্ণ সামরিক মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে তাঁর।
ভারত মায়ের বীর এই সন্তানের জন্ম পাঞ্জাবের ফরিদকোটে। শনিবার চাহাল গ্রামে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। আকাশদীপ ছিলেন অগ্নিবীর জওয়ান। অন্যান্য জওয়ানদের মতো তিনিও যাতে সুযোগ সুবিধা পান, সেদিকে নজর আমজনতার।
আরও পড়ুন: সিন্ধুর জল ধরে রাখতে, এবার আরও খাল কাটছে ভারত, শুকিয়ে যাবে পাকিস্তান!
‘অপারেশন সিঁন্দুর’ (Operation Sindur) ভারতীয় সেনার (Indian Army) এই রুদ্ধশ্বাস অভিযান পাকিস্তানকে (Pakistan) ধরাশায়ী করেছে। গোটা দেশবাসীর হয়ে ভারতীয় সেনাকে স্যালুট জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Naredra Modi)। এবার সেই ‘অপারেশন সিঁন্দুর’ ভারতের সেনার এই বীরত্ব গাঁথা দেশের পরবর্তী প্রজন্মকে জানানো হবে। এবার স্কুল কলেজে পড়ানো হবে অপারশন সিঁন্দুর।
দেখুন আরও খবর: