ওয়েবডেস্ক- মার্কিন অর্থনীতি (US Economy) গভীর সঙ্কটে? আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের ইস্যু করা বন্ডের দাম ৪০ শতাংশ পড়ে গেছে। ট্রাম্প অর্থনীতির (Trump’s Economy) অনিশ্চয়তায় লগ্নিকারীরা মার্কিন বন্ড (US bonds) বেচে সোনা কেনায় ঝুঁকছেন। এদিকে মার্কিন অর্থনীতির চাকা সচল রাখতে সরকারকে নতুন ৯ লক্ষ কোটি ডলার বাজারে আনতে হবে। এর জন্য আড়াই লক্ষ কোটি ডলার ঋণ করতে হবে।
সরকারি বন্ডের দাম পড়ে যাওয়ায় ঋণ করা দুষ্কর হয়ে পড়েছে। ট্রাম্প যদি শুল্ক যুদ্ধের নামে অর্থনীতির এভাবে ক্ষতি করতে থাকেন, সে দেশে দেখা দেবে বিপুল মূল্যবৃদ্ধি। যার জেরে বিরাট মন্দার দিকে চলেছে পৃথিবীর বৃহত্তম অর্থনীতি। ট্রাম্পের নিত্যনতুন বয়ান এই সম্ভাবনাকে রুখতে পারবে? ট্রাম্প কি যে ডালে বসে আছেন, সেই ভালো কাটছেন?
আরও পড়ুন-জন্মসূত্রে নাগরিকত্ব দানে ট্রাম্পের নিষেধাজ্ঞা নিয়ে সংকটে মার্কিন সুপ্রিম কোর্ট
২০২৫ সালের প্রথম তিনমাসের মার্কিন জিডিপি নেতিবাচক হারে (২.৭%) হ্রাস পেয়েছে, যা করোকালের (২০২০) পরবর্তী সবচেয়ে খারাপ সময়কাল। শিল্পে কর্মসংস্থানের কমে যাওয়ায়, দুর্বল হয়ে পড়েছে অর্থনীতি। ২০২৩ সালের মাঝামাঝি থেকে ভোক্তা ব্যয়ের প্রবৃদ্ধি কমে গেছে, যা আর্থিক মন্দার দিক তুলে ধরছে। মুদ্রাস্ফীতি স্থিতিশীল রয়েছে, তবে এটি অর্থনীতির উপর চাপ তৈরি করার সম্ভাবনা রয়েছে।
প্রেসিডেন্টের গদিতে বসার পর থেকেই ট্রামএর হুটহাট রাজনৈতিক সিদ্ধান্ত, নীতি পরিবর্তনের কারণে অর্থনীতিতে অস্থিরতা তৈরি হয়েছে। বাণিজ্য দেখা দেওয়ায়, অর্থনীতি দুর্বল হয়ে পড়ছে। ফলে দেশে সব দিক দিয়েই সমস্যা তৈরি হয়েছে। সমস্ত দিক বিবেচনা করে মার্কিক অর্থনীতি এক গভীর সংকটের মধ্যে দিয়ে চলেছে। এই বিভিন্ন সংকটগুলি বিশ্বের বিনিয়োগকারীদের মধ্যে একটি একটি উদ্বেগ তৈরি করেছে। মার্কিন অর্থনীতি বর্তমানে একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।
দেখুন আরও খবর-