ওয়েবডেস্ক- কেদারনাথে ( Kedarnath) বড়সড় দুর্ঘটনা। ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুল্যান্স (Air Ambulence)। শনিবার কেদারনাথে হেলিপ্যাডে নামার ঠিক আগে এই দুর্ঘটনা ঘটে। রিপোর্ট অনুযায়ী, হেলিপ্যাডের (Helipad) থেকে ২০ মিটার দূরত্বের মধ্যে আছড়ে পড়ে হেলিকপ্টারটি (Helicopter) । দুর্ঘটনাগ্রস্ত কপ্টারটি মেডিক্যাল সার্ভিসে যুক্ত ছিল। এক রোগীকে নিয়ে যাওয়ার জন্য কেদারনাথে আসে কপ্টারটি। তখনই এই দুর্ঘটনা ঘয়ে। এইমস হৃষিকেশ (AIIMS Rishikesh)
থেকে আসা ওই কপ্টারটিতে ছিলেন দুজন ডাক্তার সহ একজন। সকলেই সুরক্ষিত আছেন বলে জানা গেছে।
উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগের হেলিকপ্টার বিষয়ক এক আধিকারিক জানিয়েছেন, শ্রীদেবী নামে এক তীর্থযাত্রী হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করেন, তাঁকে দ্রুত কেদারনাথ ধাম থেকে হৃষিকেশ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। কপ্টারটি লেজের দিজের রোটরটি ভেঙে মূল অংশের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তিন যাত্রীকেই উদ্ধার করা সম্ভব হয়েছে।
আরও পড়ুন- পহেলগাম আবহে বড় সাফল্য পেল NIA, ISIS স্লিপার সেলের ২ সদস্য গ্রেফতার পুনেতে
গাড়োয়ালের কমিশনার বিনয় শঙ্কর পান্ডে জানিয়েছেন, হেলিকপ্টারটির পিছনের অংশে সমস্যা হওয়াতেই এই দুর্ঘটনা ঘটেছে। সব যাত্রীরা সুরক্ষিত রয়েছেন। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, কী ভাবে কপ্টারটির পিছনের অংশ ক্ষতিগ্রস্ত তা এখনই বলা যাচ্ছে না। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবর মাসে কেদারনাথে এয়ার অ্যাম্বুলেন্স উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবারের ঘটনার পর, সেই অ্যাম্বুলেন্স আদৌ কতটা নিরাপদ তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।
দেখুন ভিডিও-