ওয়েবডেস্ক: মিন্টো পার্কের (Minto Park) বহুতলে (Multi Storied) আগুন (Fire)। শনিবার দুপুরে বহুতলের ৬ তলা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিপাশ। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন। ২২৪ নম্বর এজেসি বোস রোডে ওই বহুতলের একটি অফিসে এই আগুন লাগে। আতঙ্কে বহুতলে থাকা আবাসিকরা বেরিয়ে আসেন। প্রাথমিকভাবে অনুমান, শর্টসার্কিট থেকে এই আগুন লেগেছে। এসি থেকে আগুন। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও আগুন নেভানোর কাজ চলছে।
উল্লেখ্য, গত জানুয়ারি মাসে মিন্টো পার্কের কাছে হাঙ্গারফোর্ড স্ট্রিটের বহুতলে আগুন লেগেছিল। দমকলের ৬টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।