কলকাতা: ‘আমি প্রথমে কেবল কবিতাই লিখতুম, গল্পে-টল্পে বড় হাত দিই নাই, মাঝে একদিন বাবা ডেকে বললেন, তোমাকে জমিদারির বিষয়কর্ম দেখতে হবে।’ একথা স্বয়ং রবীন্দ্রনাথ নিজেই লিখেছেন। ছোটগল্প রচনা প্রসঙ্গে রবীন্দ্রনাথ নিজের সম্পর্কেই এই কথা বলেছিলেন।তারপর তিনি আরো লেখেন, ”আমি তো অবাক; আমি কবি মানুষ, পদ্য-টদ্য লিখি, আমি এসবের কী বুঝি? কিন্তু বাবা বললেন, ‘তা হবে না, তোমাকে এ কাজ করতে হবে।’ কী করি? বাবার হুকুম, কাজেই বেরুতে হলো। এই জমিদারি দেখা উপলক্ষে নানা রকমের লোকের সঙ্গে মেশার সুযোগ হয় এবং এ থেকেই আমার গল্প লেখারও শুরু হয়।’’
আরও পড়ুন:কান উৎসবের আসরে মধুবালা থেকে রেখা, হেমা- শ্রীদেবীও
রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্পকার। ছোটগল্পকে গণমুখী করার একক কৃতিত্ব তাঁর। এই সব কিছু নিয়েই আগামী ২১শে মে, Advertising Club Kolkata, সময়চারী এবং এসপি ক্রাফটের সৌজন্যে জ্ঞান মঞ্চে সন্ধ্যা ৭টা থেকে উপস্থাপিত হবে “ছোট প্রাণ ছোট ব্যথা”। রবীন্দ্রনাথের বিভিন্ন ছোট গল্পের নির্বাচিত অংশ পাঠ করবেন সোহাগ সেন, বিজয়লক্ষ্মী বর্মণ, চৈতি ঘোষাল, শর্মিষ্ঠা গোস্বামী চট্টোপাধ্যায়, রুবাই মাইতি, সুতীর্থ বেদজ্ঞ এবং সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথের গান করবেন শবনম মেঘালী (শান্তিনিকেতন)। জীবিত ও মৃত, বদনাম, নষ্টনীড়, মধ্যবর্তিনী, স্ত্রীর পত্র, রবিবার এবং মুসলমানীর গল্প —মূলত এই গল্পগুলির নির্বাচিত অংশ পাঠ করা হবে এই অনুষ্ঠানে। শবনম গাইবেন , “কেহ কারো মন বুঝে না”, “বাঁধন ছেঁড়ার সাধন হবে”, “আমার মুক্তি আলোয় আলোয়” প্রভৃতি গান।
সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় জানালেন,” রবীন্দ্র সৃষ্টির এ এক অন্য দিক। যা নিয়ে খুব যে আলোচনা বা অনুষ্ঠান হয় তা নয়। কিন্তু ছোটো গল্পকার হিসেবে রবীন্দ্র নাথ বাংলা সাহিত্যে অগ্রগণ্য। “