ওয়েবডেস্ক: পহেলগাম (Pahalgam) আবহে এবার বড়সড় সাফল্য পেল NIA। দীর্ঘদিন ফেরার দুই স্লিপার সেলের সদস্যকে (Sleeper cell member) গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা। এদের প্রধান কাজ ছিল ভারতের সন্ত্রাসী মূলক কাজকর্ম ঘটিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা।
শুক্রবার রাতে মুম্বই বিমানবন্দর থেকে জঙ্গি সংগঠনের ISIS-এর স্লিপার সেলের দুই সদস্যকে গ্রেফতার করেছে এনআইএ। ধৃতের নাম আবাদুল্লা ফৈজ (Abdullah Faiyaz Skaikh) শেখ ওরফে ডায়পারওয়ালা, ও তালহা খান (Talha Khan)। শনিবার এই দুজনের গ্রেফতারির কথা প্রকাশ্যে জানিয়েছে এনআইএ।
দুজনেই ISIS স্লিপার সেলের সদস্য গ্রেফতার। এর পুনেতে তাদের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড চালিয়েছিল। দুজনেই দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়েছিল ইন্দোনেশিয়ায়। বহুদিন ধরেই তারা ফেরার।
এনআইএ সূত্রে খবর, ২০২৩ সালে পুনেতে আইইডি আবাদুল্লা ফৈজ শেখ ও তালহা খান এই দুজনেই পুনেতে বসে আইইডি তৈরি পরীক্ষা করেছিল। সেই মামলাতেই এই দুই কুখ্যাত জঙ্গির খোঁজ চলছিল। শুক্রবার রাতে ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে মুম্বই বিমান বন্দরে নামে এই দুজনে।
আরও পড়ুন: পাকিস্তানের মুখোশ খুলতে বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধি দল
মুম্বইয়ের (Mumbai) ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Chhatrapati Shivaji Maharaj International Airport) থেকে শুক্রবার রাতেই এই দুজনকে গ্রেফতার করা হয়। আইইডি-কাণ্ডের পর থেকে গত দু’বছর ধরে ফেরার ছিল তারা। তাদের অনুসন্ধান দিতে পারলে তিল লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল এনআইএ। এই দুজনের বিরুদ্ধে জামিনঅযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল মুম্বই এনআইএ আদালত।
এনআইএ সূত্রে আরও খবর, এই আবদুল্লা ও তালহা ছাড়াও ISIS পুনের বিস্ফোরক তৈরি কাণ্ডে স্লিপার সেলের আরও আট সদস্য জড়িত ছিল। বাকিদের আগেই হেফাজতে নেওয়া হয়েছে। আইইডি তৈরি ও পরীক্ষা ছাড়াও ২০২২-২৩ সালে পুনের বিস্ফোরক তৈরির প্রশিক্ষণ শিবির চালাত তালহা ও আবাদুল্লা ফৈজ। স্লিলার সেলের কাছে ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে অশান্ত করে তোলা।
তালহা, আবদুল্লা-সহ স্লিপার সেলের ১০ জন সদস্যের বিরুদ্ধে বেআইনি কাজ প্রতিরোধ আইন (ইউএপিএ), অস্ত্র আইন, বিস্ফোরক আইন, ভারতীয় দণ্ডবিধিতে আগেই চার্জশিট রুজু করেছে NIA। বিস্ফোরক তৈরির কাণ্ডে আগেই ৮ জনকে হেফাজতে নেওয়া হয়েছিল, এবার বাকি দুজনকেও নেওয়া হল।
দেখুন আরও খবর