ওয়েবডেস্ক: ফের স্বামীর হাতে নৃশংস খুন স্ত্রী। খুনের পর টুকরো করে ফ্রিজের মধ্যে দেহ রাখার ঘটনা সামনে এসেছে। এবার স্ত্রীকে টুকরো টুকরো করে কেটে ১০ কিলোমিটার এলাকাজুড়ে দেহ ফেলে দিল স্বামী। পণের দাবিতে অশান্তিকে ঘিরে এই ঘটনা। উত্তরপ্রদেশের (Uttarpradesh) শ্রাবস্তীর ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় অভিযুক্ত স্বামী সফিউদ্দিন (Safiuddin) নামে ৩১ বছর বয়সী যুবককে গ্রেফতার করা হয়েছে। মৃতার নাম সাবিনা (Sabina)।
পুলিস সূত্রে জানা গিয়েছে, সাবিনার ভাই সালাহউদ্দিন গত ১৪ তারিখ দিদিকে ফোন করেছিলেন। কিন্তু ফোন সুইচ অফ ছিল। এরপর দিদির বাড়িতে যান তিনি। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন দিদি ও জামাইবাবু লখনউ গিয়েছেন। পরে তাঁর জামাইবাবুকে সেখানে দেখা গেলেও বোনের খোঁজ মিলছিল না। এরপর থানায় নিখোঁজ ডায়েরি করেন তিনি। দুদিনের লাগাতার জেরার পর অভিযুক্ত অপরাধ স্বীকার করে নিয়েছে।
ধৃতের স্বীকারোক্তি শুনে চমকে যাওয়ার মতো অবস্থা। দাবি, ধৃত জেরায় জানিয়েছে সে স্ত্রীর হাত পুড়িয়ে দিয়েছে। এবং সেটাকে বাগানে লুকিয়ে রেখেছে। পরিবারের বক্তব্য অনুযায়ী, সাবিনাকে পণের জন্য হেনস্থা করা হত। দেহটিকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়। খালেও দেহাংশ ফেলা হয়।
আরও পড়ুন: ‘বেছে বেছে’ হামলা করেছে ভারত! স্বীকার পাক প্রধানমন্ত্রীর
দেখুন অন্য খবর: