কলকাতা: শুক্রবার সকালে বস্তাবন্দি মৃতদেহ (Dead Body) উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে দমদম ক্যান্টনমেন্ট (Dumdum) স্টেশনের এক নম্বর রেলগেট সংলগ্ন জ্যোতিনগরে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান ছিল, উদ্ধার হওয়া দেহটি এক মহিলার। যদিও পরবর্তীতে মৃত দেহটি তৃতীয় লিঙ্গের (Third Gender) মানুষের বলে জানান তাঁরা। এখনও পর্যন্ত মৃতদেহের নাম ও পরিচয় সম্পর্কে কোনও তথ্য হাতে পায়নি দমদম থানার পুলিশ। পুলিশ একটি খুনের মামলা রুজু করে তদন্তে নেমেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃতদেহটি যে স্থান থেকে উদ্ধার করা হয়েছে, তা দক্ষিণ দমদম পুরসভার সাত নম্বর ওয়ার্ডের অন্তর্গত। দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের এক নম্বর গেটের কাছে মিলিটারি ক্যাম্পের পাশে যেখানে আবর্জনা ফেলা হয়, শুক্রবার সকালে সেখান থেকেই একটি বস্তায় আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দাদের মনে সন্দেহ জাগে। তাঁদের নজরে আসে ওই বস্তা থেকে এক জনের পা বেরিয়ে আছে। এরপরেই পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন ব্যারাকপুর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিক সহ দমদম থানার পুলিশ।
আরও খবর: বাগবাজারের নির্মীয়মান আবাসনে দগ্ধ দেহ, রহস্য
পুলিশ বস্তাটি খুললেই ভিতর থেকে উদ্ধার হয় দেহটি। পুলিশের অনুমান, মৃতের বয়স আনুমানিক ৩০ বছর। বস্তাটিতে কেউ আগুন লাগিয়ে দিয়েছিল বা কোনও ভাবে আগুন ধরে গিয়েছিল বলে মনে করেন স্থানীয়দের একাংশ। প্রাথমিক তদন্তের শেষে পুলিশ জানিয়েছেন, মৃতের শরীরে বাইরে থেকে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। তবে শ্বাসরোধ তাঁকে হত্যা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটি ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠিয়েছে পুলিশ। তবে মৃতদেহটির অবস্থান দেখে তদন্তকারীরা মনে করছেন, এদিন সকালেই সেখানে দেহটি ফেলে যাওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, নিত্যদিন ওই এলাকায় বহু লোকের আনাগোনা রয়েছে। তা সত্ত্বেও সকলের চোখকে ফাঁকি দিয়ে কীভাবে বস্তাবন্দি অবস্থায় একজনের মৃত দেহ ফেলে যাওয়া হল তা নিয়ে রহস্য দানা বাঁধছে। আপাতত স্থানীয়দের থেকে খোঁজ খবর নেওয়ার, পাশাপাশি আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
দেখুন আরও খবর: