কলকাতা টিভি ওয়েব ডেস্ক
Published By: Jaita Chowdhury
প্রকাশের সময় :
শনিবার, ১৭ মে, ২০২৫, ০১:৩৫:৪৩ পিএম
/
৩৪
বার খবরটি পড়া হয়েছে
Jaita Chowdhury
কলকাতা: বাগবাজারের (Baghbazar Incident) নির্মীয়মাণ আবাসন থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির দগ্ধ দেহ। জানা গিয়েছে, ঘটনাটি ঘটার সময় বন্ধ ছিল আবাসনের মূল দরজা। ফলে কীভাবে দেহ ভিতরে গেল? এ নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল থেকেই পোড়া গন্ধ পাচ্ছিলেন এলাকার বাসিন্দারা। তারাই খবর দেয় স্থানীয় থানায়। নির্মীয়মাণ আবাসনের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দেহটি সম্পূর্ণ চিহ্নিতকরণ সম্ভব হয়নি। স্থানীয়রা বলতে পারেনি কীভাবে একজন ব্যক্তি বন্ধ দরজার ভিতরে নির্মীয়মাণ আবাসনে ঢুকলেন।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করছে স্থানীয় থানার পুলিশ। জিজ্ঞেসাবাস করা চলছে স্থানীয় বাসিন্দাদের। ময়নাতদন্তে রজন্য পাঠানো হয়েছে দেহ। ওই আবাসনে কোনও দুর্ঘটনার জেরে এমনটা হল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান, প্রথমে খুন করে তারপর জ্বালিয়ে দেওয়া হয়েছে দেহ।