ওয়েবডেস্ক- আকাশ মেঘলা (Cloudy Sky) থাকলেও তীব্র গরমে হাঁসফাঁস (Heat Wave) অবস্থা শহরবাসীর। রাস্তায় বের হলেও দরদর ঘেমে নেয়ে নাজেহাল অবস্থা হচ্ছে। রাতেও একই অবস্থা। এক তীব্র দমবন্ধ করা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এই তীব্র গরমের থেকে একটু হলেও স্বস্তি দিচ্ছে আবহাওয়া অফিসের বার্তা। আজ শনিবার কালবৈশাখী (Kalbaisakhi Alert) সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather Update) সব জেলায়।
আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী পাঁচদিন ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে পশ্চিমের জেলাগুলিতে গরম ও সেই সঙ্গে অস্বস্তিকর পরিবেশ থাকবে। তবে ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা সামান্য কমতে পারে। শনি থেকে সোমবারের মধ্যে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা সামান্য নীচে নামবে। শনিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং হুগলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি।
কলকাতাতেও বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। শনিবারের থেকে বেশি রবিবার কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। এই ঝড়বৃষ্টির দাপট চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। সকাল থেকে দুপুর পর্যন্ত গরম ও অস্বস্তিকর গরম বজায় থাকবে।
আরও পড়ুন- নিম্নচাপ অক্ষরেখার দাপট, জেলায় জেলায় দুর্যোগ!
শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রির আশেপাশের থাকবে। মঙ্গলবারের মধ্যে ২–৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।
অপরদিকে উত্তরবঙ্গে সব ঝড়বৃষ্টি চলছে। ভারী বৃষ্টি চলবে উপরের পাঁচটি জেলায়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত সব জেলাতেই ঝড়বৃষ্টি দাপট অব্যাহত থাকবে। ফলে কমবে তাপমাত্রা। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে।
দেখুন ভিডিও-