ওয়েব ডেস্ক: রয়েছে নিম্নচাপ অক্ষরেখার (Depression Axis) দাপট। উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত তার অক্ষরেখা, যেটি পূর্ব উত্তরপ্রদেশ, বিহার এবং উত্তরবঙ্গের (North Bengal) উপর দিয়ে রয়েছে। এই নিম্নচাপ অক্ষরেখার যার জেরেই দক্ষিণবঙ্গে (South Bengal) বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝড়ো বাতাস চলবে। সকাল থেকে দুপুর পর্যন্ত শনি ও রবিবার গরম ও অস্বস্তি থাকবে। পশ্চিমের পাঁচ জেলায় গরম ও অস্বস্তি বেশি। বিকেল ও রাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবারের মধ্যে দু’ থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।
আজ ও কাল গরম অস্বস্তিকর আবহাওয়া বেশি থাকবে বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। দক্ষিণবঙ্গের কলকাতা সহ সব জেলাতেই গরম এবং অস্বস্তির সঙ্গে আংশিক মেঘলা আকাশ ও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: রাজ্যের সঙ্গে সমন্বয় রেখেই ছাড়া হবে জল, বর্ষার আগে আশ্বাস কেন্দ্রের
ঝড়বৃষ্টির দাপট বেশি উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলাতে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। এই জেলাতে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা। শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা উত্তর দিনাজপুরেও।
কলকাতায় (Kolkata) আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। সকাল থেকে বেলা বাড়লে গরম ও অস্বস্তি থাকবে। বিকেলে বা রাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা। রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শহরে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধ এবং বৃহস্পতিবার পর্যন্ত। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৯ ডিগ্রি।
দেখুন খবর: