ওয়েব ডেস্ক: নাগরিকত্ব (Citizenship)দিতে রিয়্যালিটি শো (Reality Show)! ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) দেশ সেই ব্যবস্থাই করতে পারে বলে জোর খবর। আমেরিকার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি (DHS) জানিয়েছে, তারা এক রিয়্যালিটি শো-এর ব্যবস্থা করতে পারে, যাতে প্রতিদ্বন্দ্বিতা করে জিতলে আমেরিকার নাগরিকত্ব পেতে পারেন অভিবাসীরা। তবে এখনও আলোচনার স্তরে আছে এই পরিকল্পনা।
পাবলিক অ্যাফেয়ার্স দফতরের সহকারী সচিব ট্রিসিয়া ম্যাকলফলিন বলেছেন, “আমাদের দেশে দেশপ্রেম এবং নাগরিক কর্তব্যে নতুন করে জোয়ার আনতে হবে। তার জন্য ব্যতিক্রমী উপায় বেছে নেওয়াই যেতে পারে।”
ওয়াল স্ট্রিট জার্নালের (Wall Street Journal) এক রিপোর্টে জানানো হয়েছে, এই শো-এর পরিকল্পনা দিয়েছেন রব ওয়রসফ। এই শো-এ প্রতিযোগীদের প্রমাণ করতে হবে কে সবথেকে বেশি করে আমেরিকান। তবে ওয়রসফ জানিয়েছেন, এরকম নয় যে এখানে হারলেই প্রতিযোগীদের নৌকায় চাপিয়ে আমেরিকার বাইরে বের করে দেওয়া হবে।
আরও পড়ুন: ‘বেছে বেছে’ হামলা করেছে ভারত! স্বীকার পাক প্রধানমন্ত্রীর
এক ঘণ্টার শো-তে প্রতিযোগীদের নানা ধরনের ‘টাস্ক’ দেওয়া হবে। যেমন খনি থেকে কে সবথেকে বেশি দামি ধাতু তুলে নিয়ে আসতে পারে। আবার কোনওটাতে প্রতিযোগীদের দলগতভাবে মডেল টি গাড়ির চেসিস জোড়া লাগাতে হবে। এককালে আমেরিকায় আগত শরণার্থীরা প্রথমে এলিস আইল্যান্ডে পা রাখত। এই রিয়্যালিটি শো-এর একেবারে শুরুতে প্রতিযোগীদের আনা হবে সেখানেই।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই একজন রিয়্যালিটি শো-এর তারকা। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়ে আসার পর থেকে অনুপ্রবেশ এবং অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ায় তুমুল বিধিনিষেধ এনেছেন। তাঁর দেশে নাগরিকত্ব দেওয়ার রিয়্যালিটি শো হলে আশ্চর্য হওয়ার কিছু নেই।
দেখুন অন্য খবর: