ওয়েব ডেস্ক: উত্তর ২৪ পরগনা (South 24 Parganas) বসিরহাট মহাকুমার বসিরহাট এক নম্বর ব্লকের অন্তর্গত গোটরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সিমা ঢালী ও উপপ্রধান আবু রায়হান বৈদ্য দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষদের সঠিকভাবে পরিষেবা দিচ্ছে না। তৃণমূলেরই গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যদের কথা তিনি শুনছেন না। জন্ম সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট সহ বিভিন্ন ধরনের সার্টিফিকেট আনতে আসলে সাধারণ মানুষদের দিনের পর দিন ঘোরানো হচ্ছে। তাদের নানান ধরনের পরিষেবা থেকে বঞ্চিত করা হচ্ছে।
আরও পড়ুন: সুপ্রিম DA রায়ে কি বন্ধ হবে রাজ্যের জনমুখি প্রকল্প?
গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান কেন সাধারন মানুষদের দিনের পর দিন এইরকম ভাবে সমস্যার মধ্যে ফেলছে? সেই প্রশ্নের উত্তরে এবং যাতে গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সঠিকভাবে পরিষেবা দেয় তার দাবিতে এই গ্রাম পঞ্চায়েতেরই তৃণমূলের পঞ্চায়েত সদস্য রুপসানা বিবি, হাবিবুর মন্ডল, আবুল কালাম ঢালী সহ সাধারণ মানুষেরা পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে পঞ্চায়েত থেকে যাবতীয় পরিষেবা সময় মতো সঠিকভাবে দিতে হবে।
গোটারা গ্রাম পঞ্চায়েতের প্রধান সীমা ঢালী বলেন, আগের প্রধানের জন্য আমি একবার আদালতে উঠেছি নির্দেশ আছে যে সম্পূর্ণ তথ্য দেয়ার পরে সেগুলো সঠিক যাচাই করে সম্পূর্ণ তথ্য সঠিক আছে কিনা দেখে এক সপ্তাহ বাদে সেই সার্টিফিকেট দেওয়ার নির্দেশ রয়েছে, এর জন্যই দেরি হচ্ছে।
দেখুন আরও খবর: