Placeholder canvas
কলকাতা শনিবার, ১৭ মে ২০২৫ |
K:T:V Clock
Aajke | তৃণমূলে জন বার্লা লাইনে আছেন আরও বেশ কিছু বিজেপি নেতা
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  কৃশানু ঘোষ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫, ০৪:৪৫:২০ পিএম
  • / ৯ বার খবরটি পড়া হয়েছে
  • কৃশানু ঘোষ

রাজনীতির হিসেবটা পাটিগণিতের নয়, বরং ত্রিকোণমিতির চেয়েও জটিল। কে যে কোন চাল দিচ্ছে, আর কার চালে ঘোড়া মরছে, কার চালে কেবল বোড়ে, সেটা বোঝা আর বুঝিয়ে বলা বেশ কঠিন ব্যাপার। আবার সবসময় যে সবটা বলেও উঠতে পারি তেমনও নয়, কারণ বহু খবর আসে আমাদের কাছে, তার বেশিরভাগের সঙ্গে তথ্যপ্রমাণ জুড়ে থাকে না। ক’দিন আগেই বিজেপির এক নেতা দক্ষিণ ২৪ পরগনার রিসর্টে সম্ভবত চা খেতে গিয়েছিলেন যিনি বিজেপির ফায়ার ব্র্যান্ড নেতা, এবং ঘটনাচক্রে সেদিনই এক হোমড়া চোমড়া তৃণমূল নেতাও সেই একই রিসর্টে চা খেতে গিয়েছিলেন। কে গেলেন কার ডাকে? জানাও কঠিন, বোঝাও কঠিন, তবে এটা যে হঠাৎ এক কাকতালীয় ঘটনা নয়, তা তো সকলেই বুঝবেন। ২০২৬ যত এগিয়ে আসছে, তত বাড়ছে শিবির গোছানোর পালা এবং আরও কিছু যা পরে বলছি। উত্তরবঙ্গে দিদিমণির নজর আজকের নয়, খানিক অভিমানও আছে, ইন ফ্যাক্ট ২০১১-তে তৃণমূল সরকার আসার পরে বাংলার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ম্যাপে উত্তরবঙ্গ যেভাবে জায়গা করতে পেরেছে তা তো আগে হয়নি। কিন্তু তার ফসল তৃণমূলের গোলায় আসেনি। কারণ অবশ্য নতুন কিছু নয়, উত্তরবঙ্গেই বামেরা টিকেছিল তাদের খানিক শক্তি নিয়ে, সেটা ২০১১ এমনকী ২০১৬-র নির্বাচনের ফলও বলে দেবে। তো সেই বামেরা লক স্টক ব্যারেলে ফুটকি লাগিয়ে রাম হয়ে গেছেন, কিন্তু একটু দেরিতে হলেও সেই ছবিটা বদলাচ্ছে, তাই বিজেপি বেশ দ্রুত গতিতেই জমি হারাচ্ছে, জন বার্লার অফিসিয়াল দলবদল সেই কথাই বলছে। কিন্তু এইখানেই কি শেষ হবে? না হবে না, হচ্ছে না। সেটাই বিষয় আজকে।

বঙ্গ বিজেপির নেতাদের অনেকেরই খুব ভালো করে জানা আছে ২০২৬-এ বঙ্গ দখল না হলে আবার দশ পনেরো কুড়ি বছরও কেটে যেতে পারে। কেন বলছি এ কথা? হিসেব সোজা। মমতা ২০২৬-এও দলকে নেতৃত্ব দেবেন, মাঝমাঠে থেকেই লড়বেন, কিন্তু ২০২৯? মোদিজির পক্ষে সেই সক্ষমতা নিয়ে থাকা সম্ভব হবে? ১৫ বছরের এই বিরাট ইনকমব্যান্সি নিয়ে, বিশ্ববাজারে এরকম এক নাজেহাল হওয়া রাষ্ট্রনায়কের পক্ষে ফিরে আসা সম্ভব? আর যদি তাঁর নেতৃত্বে দিল্লির সরকার না তৈরি হয়, তাহলে বাংলা দখল? দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই নয়।

আরও পড়ুন: Aajke | বিজেপির দেশপ্রেম, গেরস্তের মুরগি পোষা

হ্যাঁ, এইখানটাতে এসেই বিজেপির বঙ্গ নেতারা এই রাজ্যে দিশেহারা হয়ে ঘুরছেন। প্রতি মুহূর্তে তাঁদের মাথাতে রয়েছে তাঁদের নিজেদের পলিটিক্যাল কেরিয়ার বনাম বিজেপির ক্ষমতায় আসা। কারণ পলিটিক্যাল কেরিয়ারটাই যদি চলে যায়, তাহলে আদর্শের বুকনিবাজি দিয়ে পেট ভরবে? বিরাট উদাহরণ শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, হাতে এখনও চে-র উলকি মুছতে পারেননি, কিন্তু বিজেপিতে চলে গেছেন কমরেড অশোক ভট্টাচার্যের এই প্রিয় শিষ্য। বিজেপি নেতারা এই হয় এভার নয় নেভার-এর কথাটা জানেন বলেই ২০২৬-এর জন্য যা যা সম্ভব সবটাই করছেন, আর অন্যদিকে সেই খবর তো তৃণমূলের কাছেও আছে, কাজেই তারাও তাঁদের গড় ধরে রাখতে মরিয়া। কাজেই ওই রিসর্টে বৈঠক, অন্য রাজ্যে গিয়ে বৈঠক বা পুরীতে হোটেলে ব্যক্তিগত দাবিদাওয়া নিয়ে একটা পুরোদস্তুর বার্গেনিং চলছে। আর সেই বার্গেনিংয়ে আমাদের কাছে খবর বিজেপির কিছু ঘোড়ারা নাকি প্রায় ডিল পাকা করে ফেলার মুখে। জন বার্লার খবর আগেই এসে গিয়েছিল, তিনি আসতেনই, তাঁর অন্য কোথাও যাওয়ার সুযোগও ছিল না। কাজেই তাঁর আসাটা অনেকটাই আনুষ্ঠানিক, কিন্তু আগামী দু’ তিন মাসে কেবল উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গের এক তরুণ তুর্কির খসে যাওয়া দেখার জন্য অনেকেই বসে আছেন। বিধায়কদের মধ্যে এখনই বেরিয়ে আসবেন বলে তেমন কেউ আছেন বলে জানা নেই কিন্তু প্রায় সাত আটজন ক্যামাক স্ট্রিটের সঙ্গে যোগাযোগ রেখেই চলেছেন। তাঁদের কিছু এবং অন্য নেতারা যাঁরা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন তা রুখতে আগামী মাসখানেক বঙ্গ বিজেপির নেতৃত্বে থাকা কয়েকজন নেতা সর্বশক্তি দিয়ে, সমস্ত রকমের সাহায্যের হাত বাড়িয়ে ১) শিক্ষক চাকরি দুর্নীতি, যোগ্য অযোগ্য নিয়ে আন্দোলনকে তুঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ২) নতুন করে ইডি-সিবিআই হানাদারি শুরু হবে বলে জানা যাচ্ছে যাতে নাকি কয়েকজন বর্তমান বিজেপি নেতা, বিধায়কেরও নাম রয়েছে। এখন দেখার ২০২৬-এর আগে দলবদলের এই খেলায় কে জেতে কে হারে? আমরা আমাদের দর্শকদের ফোন করেছিলাম যে ২০২৬-এর নির্বাচনের আগে নিশ্চিতভাবেই আমরা বেশ কিছু দলবদল দেখতে পাব, সেটা কি বিজেপি থেকে তৃণমূলে হবে? নাকি তৃণমূল থেকে বিজেপিতে? শুনুন কী বলেছেন আমাদের দর্শকেরা।

এই গোটা অপারেশন সিঁন্দুর ইত্যাদি ক্রমশ এত বেশি প্রশ্ন খাড়া করে দিয়েছে দেশের মানুষের সামনে যে বিজেপি, মোদিজি অনেকটাই ব্যাকফুটে। বিশ্বগুরুর ছবির আকর্ষণ কমছে হু হু করে। ট্রাম্প সাহেব তো প্রায় রোজ কুস্তির ভাষায় ধোবি পছাড়, মানে এক্কেবারে চিৎ করে ফেলছেন মোদিজির সেই বন্ধুত্ব ইত্যাদির উচ্চ প্রচারকে। আগামী সংসদের অধিবেশনে মোদিজি আদৌ থাকবেন? থাকলে কথা বলবেন? জানি না। দক্ষিণে ক্রমশ বিরোধিতা বাড়ছে, বিহারে কেকওয়াক-এর কথা বলা বন্ধ হয়েছে, যুদ্ধের আবহেও মোদিজিকে ইলেকশন র‍্যালিতে যেতে হচ্ছে। এবং তার একটা প্রভাব আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনে পড়বে বইকী। কাজেই হাতে খড়কুটো, ওই চাকরি দুর্নীতি, যোগ্য অযোগ্য ইত্যাদি আন্দোলন। চোখ রাখুন, সে আন্দোলনের ঝাঁঝ বাড়বে, আর বঙ্গে আবার কড়া নাড়বে ইডি আর সিবিআই। আর তারই মধ্যে চলবে দলবদলের খেলা, আপাতত সেই খেলায় অ্যাডভান্টেজ তৃণমূল।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

লেদার কমপ্লেসে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য
শনিবার, ১৭ মে, ২০২৫
তোলাবাজির প্রতিবাদ করায় আক্রান্ত তৃণমূল কংগ্রেস সদস্যার স্বামী
শনিবার, ১৭ মে, ২০২৫
মেয়রকে জানাতেই মিলল সুরাহা, ২৪ ঘণ্টার মধ্যে স্বাস্থ্যসাথী কার্ড, কী বললেন অভিযোগকারী?
শনিবার, ১৭ মে, ২০২৫
নাবালকের গায়ে গরম জল ঢেলে দেওয়ার অভিযোগ! গ্রেফতার বিজেপি নেতা
শনিবার, ১৭ মে, ২০২৫
কেদারনাথে আছড়ে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স, দেখুন কি অবস্থা
শনিবার, ১৭ মে, ২০২৫
ভেঙে যাচ্ছে আপ, নতুন দল তৈরি হলে নেতা কে?
শনিবার, ১৭ মে, ২০২৫
মিন্টো পার্কের বহুতলে আগুন
শনিবার, ১৭ মে, ২০২৫
বুথ কমিটি ভুলে ভরা, জল বের করতে কমিটি বানাল বিজেপি
শনিবার, ১৭ মে, ২০২৫
লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ দিলেন স্বামী-স্ত্রী, প্রাণে বাঁচালেন কর্মীরা
শনিবার, ১৭ মে, ২০২৫
‘ছোট প্রাণ ছোট ব্যথা’ রবীন্দ্র-ছোটগল্পের নির্বাচিত অংশ পাঠ
শনিবার, ১৭ মে, ২০২৫
পহেলগাম আবহে বড় সাফল্য পেল NIA, ISIS স্লিপার সেলের ২ সদস্য গ্রেফতার পুনেতে
শনিবার, ১৭ মে, ২০২৫
স্ত্রীকে নৃশংস খুন! দেহ টুকরো করে ছড়িয়ে দিল স্বামী
শনিবার, ১৭ মে, ২০২৫
আবারও এক বাঙালির এভারেস্ট জয়, পড়ুন সেই লক্ষ্যভেদের গল্প
শনিবার, ১৭ মে, ২০২৫
বস্তার মুখ খুলতেই বেরিয়ে এল দেহ! দমদমে হাড়হিম কাণ্ড
শনিবার, ১৭ মে, ২০২৫
পাকিস্তানের মুখোশ খুলতে বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধি দল
শনিবার, ১৭ মে, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team