কলকাতা : মেট্রো যাত্রীদের জন্য বড় খবর। রবিবার বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইন-২-এর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড (Howrah Madan-Esplanade Metro) রুটে মেট্রো (Kolkata Metro) চলাচল। বৃহস্পতিবার কলকাতা মেট্রো বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, রক্ষণাবেক্ষণের কাজের জন্য সারাদিনই মেট্রো চলবে না বলে জানানো হয়েছে। রবিবার কর্মব্যস্ত দিন না হলেও রবিবার ছুটির দিন অনেকে মেট্রো ব্যবহার করেন ঘুরতে যাওয়ার জন্য। ফলে ওই দিনে গ্রিন লাইন বন্ধ থাকলে সমস্যায় পড়তে পারেন বহু মানুষ। গ্রিন লাইনের যাত্রীদের রবিবার সড়ক বা অন্য পরিবহণ পরিষেবার উপরেই নির্ভর করতে হবে।
আরও পড়ুন: প্রবল গতিতে ধেয়ে আসছে কালবৈশাখী, তাণ্ডব হবে কোন কোন জেলায়?
কয়েকদিন আগেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড থেকে শিয়ালদা স্টেশনের মধ্যে ট্রায়াল রান হয়েছে। এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত সুড়ঙ্গপথে ট্রেন চলাচল ও নিরাপত্তা পরিকাঠামো খতিয়ে দেখেছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি (CRS) সুমিত সিঙ্ঘল। গ্রিন লাইনের জন্য মিলেছে প্রয়োজনীয় ছাড়পত্র। ফলে মেট্রো পরিষেবা চালুর কোনও বাধা নেই। সূত্রের খবর, রেল বোর্ডের চূড়ান্ত অনুমতি পেলেই চালু হবে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে। গ্রিন লাইনে ‘আপ’ ও ‘ডাউন’ লাইনের দিক নির্ধারণও সম্পূর্ণ হয়েছে।
অন্য খবর দেখুন