ওয়েবডেস্ক- ‘অপারেশন সিঁন্দুর’ (Operation Sindur) ভারতীয় সেনার (Indian Army) এই রুদ্ধশ্বাস অভিযান পাকিস্তানকে (Pakistan) ধরাশায়ী করেছে। গোটা দেশবাসীর হয়ে ভারতীয় সেনাকে স্যালুট জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Naredra Modi)। এবার সেই ‘অপারেশন সিঁন্দুর’ ভারতের সেনার এই বীরত্ব গাঁথা দেশের পরবর্তী প্রজন্মকে জানানো হবে। এবার স্কুল কলেজে পড়ানো হবে অপারশন সিঁন্দুর। বিজেপি শাসিত রাজস্থানের শিক্ষা দফতর এবার এই সিদ্ধান্ত নিয়েছে।
২০২০ সালের জাতীয় শিক্ষানীতির (National Education Policy 2020) কথা মাথায় রেখে স্কুল কলেজের সিলেবাসে অপারেশন সিঁন্দুর অন্তর্ভুক্ত করা হবে।
আরও পড়ুন: সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে কী ভাবছে ভারত, পাকিস্তানকে জানিয়ে দিলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর
দেশের ছাত্র-ছাত্রীদের মধ্যে দেশপ্রেম, সেনার প্রতি শ্রদ্ধা, সেনার বীরত্ব, জন্মভূমির প্রতি ভালোবাসা সমস্ত কিছু বোঝাতে এবার শিক্ষানীতিতে অপারেশন সিঁন্দুর অন্তর্ভুক্ত করা হবে। প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এই সিলেবাসে অন্তর্ভুক্ত হবে। প্রাথমিকে প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে অপারেশন সিঁদুর নিয়ে পড়ানোর সিলেবাস তৈরির কাজ করছে উদয়পুর রাজ্য শিক্ষা পরিষদ আরএসসিইআরটি (Udaipur State Education Council RSCERT) ৷ চলতি শিক্ষাবর্ষেই এই সিলেবাস অন্তর্ভুক্ত হবে।
পাশাপাশি, ষষ্ঠ থেকে নবম এবং একাদশ শ্রেণির পড়ুয়ারা অপারেশন সিঁদুর পড়তে পারবে আগামী শিক্ষাবর্ষ থেকে। এই সিলেবাস তৈরি হচ্ছে জাতীয় শিক্ষানীতি, এনসিইআরটি এবংএনসিএফ-এর নির্দেশিকা অনুসরণ করে ৷
রাজ্যের উপ মুখ্যমন্ত্রী প্রেমচাঁদ বৈরওয়া (Deputy Chief Minister of the state Premchand Bairwa) জানান, প্রস্তাবিত বইটি অপারেশন সিঁদুর নামেই নামকরণ হবে। এই বিষয়ে বিশেষজ্ঞ কমিটির সঙ্গে আলোচনা চলছে। অপারেশন সিঁন্দুর অভিযান নিয়ে জানলে আমাদের শিক্ষার্থীদের এগিয়ে চলার অনুপ্রেরণা পাবে।
দেশের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা বাড়বে। রাজস্থানের শিক্ষা মন্ত্রী মদন দিলাওয়ার (Rajasthan Education Minister Madan Dilawa) জানান, দেশের সেনা, তাদের আত্মত্যাগ, বীরত্ব সম্পর্কে জানা প্রয়োজন শিক্ষার্থীদের। সেই উদ্দেশেই এই চিন্তাভাবনা।
দেখুন আরও খবর-