ওয়েবডেস্ক: ব্রিটেনের সঙ্গে সম্প্রতি মুক্ত বাণিজ্য চুক্তি হয়েছে ভারতের (India)। আমেরিকার (US) সঙ্গে কি এবার শুল্কহীন বাণিজ্য চুক্তি (Indias Zero Tariffs Offer) হতে চলেছে? বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণার পরে চারিদিকে চর্চা শুরু হয়ে যায়। বিশ্বের দুই বড় অর্থনীতির দেশের এই চুক্তি নিয়ে আন্তর্জাতিক মহলে চর্চা শুরু হয়। ট্রাম্পের দাবি, এর ফলে ভারত আমেরিকা থেকে আমদানি করা কোনও পণ্যে ভারত শুল্ক চাপাবে না। ট্রাম্প দাবির সম্ভাব্য সেই বাণিজ্য আলোচনা বিশ বাঁও জলে। খোদ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বললেন, এটা জটিল।
বিদশ মন্ত্রী বলেন, ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য আলোচনা চলছে। এটা জটিল আলোচনা। এখনও পর্যন্ত কোনও কিছু স্থির হয়নি। যে কোনও বাণিজ্য আলোচনা পারস্পরিক লাভজনক হতে হবে। উভয় দেশের জন্য এটাকে কাজ করতে হবে। বাণিজ্য আলোচনা থেকে এটা আমাদের প্রত্যাশা। এটা না হওয়া পর্যন্ত কিছু বলা অপরিণত হবে।
আরও পড়ুন: সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে কী ভাবছে ভারত, পাকিস্তানকে জানিয়ে দিলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর
ডোনাল্ড ট্রাম্প কাতারে একটি অনুষ্ঠানে দাবি করেছেন, ভারত বিনা শুল্কের বাণিজ্য আলোচনার অফার দিয়েছে। ট্রাম্প বলেন, ভারতে বিক্রি করা খুব কঠিন। ভারত আমেরিকাকে একটি আলোচনার অফার দিয়েছে। যেখানে তারা আমাদের উপর কোনও শুল্ক চাপাবে না বলেছে। উল্লেখ্য, ট্রাম্প ভারতের উপর ২৬ শতাংশ পাল্টা শুল্ক চাপিয়েছিল। অন্যান্য দেশের মতোই। পরে তিন মাসের জন্য তা স্থগিত করে দেওয়া হয়। আমেরিকা ভারতের স্টিল ও অ্যালুমিনিয়ামের উপর যে কর চাপিয়েছে এটি তার পাল্টা। আগামী ১৭ মে ভারতের বাণিজ্য মন্ত্রী পীযুষ গয়ালের আমেরিকা যাওয়ার কথা। সেখানে দুই দেশের বাণিজ্য নিয়ে আলোচনা গুরুত্ব পাবে। এখনও পর্যন্ত আমেরিকার সঙ্গেই ভারতের বাণিজ্য সব থেকে বেশি। ২০২৪ সালে ভারত ও আমেরিকার বাণিজ্য ছিল ১২৯ বিলিয়ন ডলার।
দেখুন অন্য খবর: