ওয়েবডেস্ক: পহেলগাম (Pahalgam) কাণ্ডের আবহে সিন্ধু চুক্তি (India Pakistan Indus Waters Treaty) স্থগিত করে দিয়েছে ভারত (India)। ফলে সঙ্কটে পড়েছে পাকিস্তান (Pakistan)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narenda Modi) হুঙ্কার দিয়ে জানিয়েছেন, সন্ত্রাসবাদ আর আলোচনা একসঙ্গে চলতে পারে না। সন্ত্রাস আর বাণিজ্য একসঙ্গে হতে পারে না। জল আর রক্ত একসঙ্গে বইতে পারে না’। সেইসঙ্গে ভারত স্পষ্ট করে দিয়েছে, পাকিস্তানে সঙ্গে একমাত্র আলোচনা হবে POK ফেরত নিয়ে। তাছাড়া পাকিস্তানের সঙ্গে আর কোনও আলোচনা নয়।
এদিকে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ভারতকে সিন্ধু জল চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ করেছে। এবার তার জবাবে ফের একবার কড়া ভাষায় ভারতের অবস্থান স্পষ্ট করলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর (Foreign Minister Jaishankar) ।
বিদেশমন্ত্রী কঠোরভাবে জানিয়ে দিয়েছেন, জল পেতে গেলে মানতে হবে শর্ত। যতক্ষণ না পাকিস্তান সন্ত্রাসবাদ বন্ধ করছে, ততক্ষণ ভারত সিন্ধু জলবন্টন চুক্তি বন্ধ রাখবে। সাংবাদিকদের উদ্দেশে বিদেশমন্ত্রী বলেন, কাশ্মীর নিয়ে একমাত্র pok নিয়ে আলোচনা হবে।
আরও পড়ুন: ‘অপারেশন সিঁন্দুর’, ISRO’র ভূমিকা কতটা? জানলে গর্বিত হবেন আপনিও
আলোচনার বিষয় হবে পিওকে, এছাড়া আর কোনও কিছু নেই আলোচনা নয়। আজ সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রাখা হয়েছে, আগামী দিনেও স্থগিত থাকবে। যতক্ষণ না তারা সীমান্তে সন্ত্রাসবাদকে উস্কানি দেওয়া বন্ধ ততক্ষণ স্থগিত থাকবে। বিদেশমন্ত্রী আরও বলেন, সন্ত্রাসবাদে মদত দেওয়া আজকের ঘটনা নয়। আগেও ওরা একই কাজ করে গেছে। ওরা যতক্ষণ না পর্যন্ত ওদের সন্ত্রাসবাদের পরিকাঠামো ভাঙছে ততক্ষণ সমাধানের কোনও পথ খোলা নেই’।
ভারত ও পাকিস্তানের সংঘর্ষ বিরতির পর এই নিয়ে মুখ খোলেন প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসীফ। তিনি বলেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে মূল বিবাদ সৃষ্টি হয়েছে, সন্ত্রাসবাদ, কাশ্মীর আর জল নিয়ে। তাই আমার মনে হয়, এইগুলো নিয়ে আগে আমাদের আলোচনা করা প্রয়োজন।’
দেখুন আরও খবর-