ওয়েব ডেস্ক: অপরাধী (Criminal) দমনে অভিনব উদ্যোগ নিল বিহার পুলিশ (Bihar Police)। রাজধানী পাটনায় লাগামছাড়া দুষ্কৃতী দমনে সম্প্রতি চালু হয়েছে বিশেষ কৌশল—যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ল্যাংড়া’ (Operation Langda)। এই পরিকল্পনায় পুলিশের লক্ষ্য একটাই—অপরাধীকে প্রাণঘাতী হামলার মাধ্যমে শেষ না করে, পায়ে গুলি (Shoot In Leg) চালিয়ে তাকে অক্ষম করে দেওয়া।
বিহার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত তিন মাসে এই কৌশলের ফল মিলেছে হাতেনাতে। ইতিমধ্যেই মোট ন’জন কুখ্যাত অপরাধীকে একইভাবে পাকড়াও করেছে পুলিশ। প্রতিটি ক্ষেত্রেই দেখা গিয়েছে, যখন দুষ্কৃতীরা গুলি চালিয়েছে বা অস্ত্র ছিনিয়ে পালাতে চেয়েছে, তখন পুলিশ জবাব দিয়েছে কৌশলে। ফলে অপরাধী বেঁচে গেলেও তার পালানোর পথ বন্ধ হয়ে গিয়েছে।
আরও পড়ুন: সৌন্দর্যের আড়ালে আর্থিক তছরূপ! ED-র হাতে গ্রেফতার ইনফ্লুয়েন্সার
সাম্প্রতিক সময়ে গত ১৭ অগাস্ট, আলমগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে ধরা পড়ে অপরাধী বিজয় সাহনি। তার আগে ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসে, বেআইনি অস্ত্র উদ্ধারের অভিযানে পালাতে গেলে উত্তরপ্রদেশের কুখ্যাত দুষ্কৃতী দিব্যাংশু ওরফে অংশুর পায়ে গুলি চালিয়ে তাকে আটক করা হয়। ২২ জুলাই, গ্যাংস্টার চন্দন মিশ্র হত্যাকাণ্ডে জড়িত বলবন্ত ও রবিরঞ্জনকে একই কায়দায় কাবু করা হয়। ২৫ জুন, গ্যাংস্টার রাজা জেপি ধরা পড়ে পুলিশের গুলিতে আহত অবস্থায়।
বিহার পুলিশের ডিরেক্টর জেনারেল বিনয় কুমার জানিয়েছেন, “আইন-শৃঙ্খলা রক্ষা এবং আত্মরক্ষার জন্য পুলিশ পূর্ণ ক্ষমতা রাখে। কেউ অপরাধ করলে কিংবা আধিকারিকের উপর আক্রমণ চালালে, পুলিশ কড়া পদক্ষেপ নেবে। অপরাধী যত বড়ই হোক, তাকে ছেড়ে দেওয়া হবে না।”
দেখুন আরও খবর: