সৌম্য কান্তি ত্রিপাঠী: বিয়ে বাড়ির খাবার খেয়ে অসুস্থ (Sick) হয়ে পড়লেন প্রায় ৫০ জন। দাঁতন (Datan) এক ব্লকের মেনকাপুর এলাকার ঘটনা। অসুস্থদের ভর্তি করা হয়েছে হাসপাতালে (Hospital)।
জানা গেছে, দাঁতন এক ব্লকের মেনকাপুর এলাকায় বাদল মাইতির ছেলে আনন্দ মাইতির বিয়ের পর বুধবার দুপুরে ছিল বৌভাতের আয়োজন। দুপুরে সেই খাবার খেয়ে প্রায় ৫০ জন অসুস্থ হয়ে পড়েন। তাদের দাঁতন গ্রামীণ হাসপাতাল, এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল (Egra Super Speciality Hospital) ও স্থানীয়ভাবে অন্যত্র চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এদিন দাঁতন গ্রামীণ হাসপাতালে অসুস্থ অনেককেই ভর্তি করতে হয়। সন্ধ্যা থেকেই চলে হাসপাতালে ভর্তির হিড়িক।
আরও পড়ুন: আনিসুর রহমানের গ্রেফতারি পরোয়ানা ও সম্পত্তি বাজেয়াপ্তের নোটিস নিয়ে প্রশ্ন তুললেন আইনজীবী
স্থানীয়রা জানাচ্ছেন, বিয়েবাড়ির খাওয়ারে কোনও ভাবে বিষক্রিয়ায় (Poisoning) এমন ঘটনা। বিয়ে বাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনায় শোরগোল পড়েছে এলাকায়।
দেখুন আরও খবর-