নয়া দিল্লি: ডুপ্লিকেট এপিক কার্ড (Duplicate Epic Card) নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। রাজ্যের ৮ হাজারের সামান্য বেশি এপিক কার্ডের নম্বর ডুপ্লিকেট হয়েছে বলে তা বাতিল করল নির্বাচন কমিশন। হরিয়ানার ভোটারের এপিক নম্বর ডুপ্লিকেট হয়েছে সব থেকে বেশি, দাবি কমিশনের।
আরও পড়ুন: প্রয়াত তেহট্টের বিধায়ক তাপস কুমার সাহা
বাতিল হওয়া ৮ হাজারের মধ্যে ৯৫ শতাংশ হরিয়ানার ভোটারের সঙ্গে ডুপ্লিকেট হওয়ার দরুন তা বাতিল করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এরপর রয়েছে গুজরাট ও অসম। ইতিমধ্যেই তা বাতিল করে নয়া এপিক কার্ড দিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ভোটারদের বলেই কমিশন সূত্রে খবর।
এপিক কার্ডে সংশোধনের ক্ষমতা কমিশন জেলা স্তরে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের হাতে দেওয়ার পরেই এই সংশোধনের কাজ হল বলেই কমিশন সূত্রে খবর। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডুপ্লিকেট এপিক কার্ড নম্বর নিয়ে সরব হয়েছিলেন। তারপরেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে একের পর এক পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
দেখুন আরও খবর: