ওয়েব ডেস্ক: কর্নেল সোফিয়া কুরেশি (Colonel Sophia Qureshi) সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপি মন্ত্রী কুঁয়ার বিজয় শাহের (Kunwar Vijay Shah) বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট (Madhya Pradesh High Court)। কর্নেল সোফিয়া কুরেশিকে ‘সিস্টার অফ টেররিস্ট’ বা ‘জঙ্গিদের বোন’ হিসেবে উল্লেখ করেন বিজেপি নেতা তথা মন্ত্রী কুঁয়ার বিজয় শাহ। এমন অপমানজনক মন্তব্যের জেরে বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপে এফআইআর করার নির্দেশ মধ্যপ্রদেশ হাইকোর্টের।
বিচারপতি অতুল শ্রীধরন ও বিচারপতি অনুরাধা শুক্লার মন্তব্য, সততা, শৃঙ্খলা, আত্মত্যাগ এবং অপরিসীম সাহসের প্রতিমূর্তি সেনাবাহিনীকে লক্ষ্য করে বিজয় শাহের মন্তব্য অমার্জনীয়। কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং সেনাবাহিনীর মুখপাত্র হিসেবে অপারেশন সিন্দুরের অগ্রগতি সম্পর্কে দেশবাসীকে অবহিত করে গিয়েছেন। সেখানে মন্ত্রীর এমন পরোক্ষ ইঙ্গিত ক্ষমাহীন।
আরও পড়ুন: রূপান্তরিত, সমকামীরা রক্ত দিতে পারবেন? কী বলল সুপ্রিম কোর্ট?
মন্ত্রীর ওই মন্তব্য বিচ্ছিন্নতাবাদী বা প্রতিক্রিয়াশীল অনুভূতিকে উৎসাহ দেয়। যা দেশের একতা, সততা ও সার্বভৌমত্বের প্রতি বিপজ্জনক। ওই আচরণ সম্পর্কে তাই ফৌজদারি আইন অনুযায়ী পদক্ষেপ করা প্রয়োজন। ডিজিপিকে অবিলম্বে মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হল। এর অন্যথা হলে ডিজিপির বিরুদ্ধে আদালত অবমাননার পদক্ষেপ করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সংবাদ সম্পর্কে সরকারের তরফে প্রশ্ন তোলা হলে আদালত জানায়, সম্পর্কিত ভাষণের ইউটিউব প্রচারিত অংশ মামলায় যুক্ত করা হবে। অভিযুক্ত মন্ত্রী বিষ ছড়াচ্ছেন বলেও মন্তব্য আদালতের।
দেখুন অন্য খবর: