ওয়েবডেস্ক: রাজ্যে শিল্পায়নে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিউটাউনে আন্তর্জাতিক পার্ক (International Park Newtown) তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর। বুধবার নবান্ন সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, হিডকোর (Hidco) সঙ্গে পিপিপি মডেলে নিউটাউন এলাকায় প্রায় ২৫ একর জমিতে আন্তর্জাতিক মানের পার্ক তৈরি করতে চলেছি। যার ইংরেজিতে নাম হবে ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক (International Information Technology Entertainment and Cultural Park) । এখানে ওলার্ড ট্যুর, বিভিন্ন ইনোভেশন, বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন ক্রিয়েটিভির কাজে অংশ নেওয়া সম্ভব হবে। সংক্ষেপে এই পার্ককে আমরা II TEC park আর এর বাংলার এর নাম হবে বিশ্ব অঙ্গন।
আজকের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী রাজ্যে একাধিক শিল্প তৈরির সুযোগের কথা ঘোষণা করেন। সেই সঙ্গে রাজ্যে বিপুল কর্মসংস্থানের কথা উল্লেখ করেন।
মুখ্যমন্ত্রী বলেন, এই শিল্প তৈরির সম্ভাবনা শুধু কলকাতা নয়, পুরুলিয়া, বর্ধমানে মতো জেলাগুলিতে বিপুল বিনিয়োগের কথা জানান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে উন্নয়নের কথা তুলে ধরে বলেন, পুরুলিয়ার রঘুনাথপুরে জঙ্গলসুন্দরী কর্মনগরী তৈরি হয়েছে। তার অধীনে পানাগড় সহ বিভিন্ন শিল্প পার্কে ১০টি ইন্ডাস্ট্রিয়াল প্লট বরাদ্দ হয়েছে। তার জন্য ২৫১৫ একর জমি দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: পূর্ণম ফিরলেন দেশে, কী জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন ভিডিও
প্রায় ৭০ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হবে। এই কর্মযজ্ঞে ২৫,০০০ কোটি বেশি বিনিয়োগ আসবে। বেশিরভাগই হবে স্টিল ইন্ডাস্ট্রি। তার মধ্যে ৪৩টি ক্ষুদ্র ও মাঝারি ও ক্ষুদ্র শিল্প। মুখ্যমন্ত্রী পুরুলিয়া, বাঁকুড়া, দার্জিলিং, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কোচবিহার, হাওড়া, জলপাইগুড়ি কথা উল্লেখ করে বলেন, এখানে স্বনির্ভর গোষ্ঠীর শপিং মল তৈরি করা হবে। মোট ২৩ টি শপিং মল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১১ টি জায়গায় ইতিমধ্যেই অনুমোদন পেয়ে গেছে। বাকিগুলির কাজ চলছে।
সম্প্রতি দিঘায় কয়েকদিন আগেই জগন্নাথ ধাম তৈরি হয়েছে। দিঘা নিয়ে কর্মসংস্থান নিয়ে অতি উৎসাহী মুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, হিডকোর তরফ থেকে দিঘাকে কনভেনশন সেন্টার করে দেওয়া হবে। রাজারহার ও দিঘায় যেমন কনভেনশন সেন্টার আছে, তেমনই কনভেনশন সেন্টার এবার শিলিগুড়িতে তৈরি হবে।
দেখুন ভিডিও-