ওয়েব ডেস্ক: পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে চারদিন ধরে সংঘাতের অবসান হয়েছে সদ্য। এই আবহে দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘ভার্গবাস্ত্র’-এর (Bhargavastra) সফল পরীক্ষা করল ভারত (India)। ভার্গবাস্ত্র হল এক ড্রোন-প্রতিরক্ষা ব্যবস্থা যা আকাশপথে শত্রুদের ড্রোন হামলা দক্ষভাবে প্রতিহত করবে। সদ্য শেষ হওয়া সংঘাতে প্রধানত ড্রোন হামলাকেই হাতিয়ার করেছিল পাকিস্তান। সেই কারণে ভারতের এই নতুন প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক কথায়, ইসলামাবাদকে (Islamabad) বার্তা দিয়ে রাখল নয়াদিল্লি (New Delhi), আমরা প্রস্তুত।
ভার্গবাস্ত্র তৈরি করেছে সোলার ডিফেন্স অ্যান্ড এরোস্পেস লিমিটেড (SDAL)। এটি তৈরির খরচ খুব বেশি নয়, ‘হার্ড কিল মোড’-এর সাহায্যে ঝাঁকে ঝাঁকে ড্রোন আক্রমণ ঠেকিয়ে দিতে পারবে এই সিস্টেম। ১৩ মে ওড়িশার গোপালপুরে সিওয়ার্ড ফায়ারিং রেঞ্জে ভার্গবাস্ত্রের পরীক্ষা হয়। আর্মি এয়ার ডিফেন্স-এর শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে তিনটি ট্রায়ালে সমস্ত লক্ষ্য পূরণ করেছে ভার্গবাস্ত্র সিস্টেমের মাইক্রো রকেটগুলি।
আরও পড়ুন: মুক্ত পূর্ণম কুমার সাউ, পাকিস্তান থেকে দেশে ফিরছেন কবে?
প্রথম দুটি ট্রায়ালে একটি করে রকেট উৎক্ষেপণ করা হয়েছিল। তৃতীয় ট্রায়াল হয়েছে স্যালভো মোডে অর্থাৎ এক্ষেত্রে দুই সেকেন্ডের ব্যবধানে দুটি রকেট ছোড়া হয়। চারটি রকেটই নিজেদের অভীষ্ট্য লক্ষ্য পূরণ করতে সক্ষম হয়েছে। ফলে আকাশপথে হামলায় ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটা শক্তিশালী করল ভার্গবাস্ত্র।
মনুষ্যবিহীন আকাশযান (UAV) হামলায় দারুণ কার্যকর ভার্গবাস্ত্র। এতে রয়েছে দ্বি-স্তরীয় আক্রমণ পদ্ধতি। প্রথম স্তরে আনগাইডেড মাইক্রো রকেট স্থাপন করা হয়েছে যা ২০ মিটার ব্যাসার্ধের মধ্যে ড্রোনের ঝাঁক ধ্বংস করতে সক্ষম, যার পরিসর ২.৫ কিলোমিটার পর্যন্ত। দ্বিতীয় স্তরটি, যা ইতিমধ্যেই পরীক্ষিত, এতে একটি গাইডেড মাইক্রো মিসাইল রয়েছে একেবারে নিখুঁত হওয়ার জন্য ডিজাইন করা হয়েছে।
দেখুন অন্য খবর: