ওয়েবডেস্ক: রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভারতীয় নাগরিকত্ব (Indian Citizenship) বাতিলের দাবিতে হওয়া জনস্বার্থ মামলায় (Public interest litigation) সাড়া দিল না এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court) । রাহুলের নাগরিকত্ব প্রশ্নে একই ব্যক্তির এটি তৃতীয় মামলা। যাঁর আগের আবেদনগুলিও আদালতে খারিজ হয়েছে। রাহুলের আরও একটি পাসপোর্ট আছে, তার প্রমাণ কোথায়? শুধু কাগজ দিলে হবে না। মন্তব্য দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের।
ভিয়েতনামে প্রবেশ করার সময় রাহুল ব্রিটিশ পাসপোর্ট দেখাচ্ছেন বলে একটি ভিডিও রয়েছে। তাছাড়া ব্রিটিশ সরকার তাঁর পাসপোর্ট ভারত সরকারকে পাঠিয়েছে। অন্তত ২০০ পাতার নথি আমি দেখাতে পারি যে, রাহুল গ্রেট ব্রিটেনের নাগরিক। দাবি মামলাকারী ভিগনেস শিশিরের (Vignes Shishir) । গোপনীয়তার কারণে তিনি দিচ্ছে না। কেন্দ্রের উচিত এই বিষয়ে হস্তক্ষেপ করা।
আরও পড়ুন: দেশের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন ভিআর গাভাই
কারণ নিয়ম অনুযায়ী, কোনও ভারতীয় কোনও ভারতীয়ের দ্বৈত নাগরিকত্ব আইনত অপরাধ। ব্রিটেনের নাগরিক হয়ে থাকলে তিনি ভারতে নির্বাচন লড়তে পারবেন না। লোকসভার বিরোধী দলনেতা হওয়ারও অধিকার হারাবেন তিনি। আদালতকে কেন্দ্রের তরফে জানানো হয়, রাহুলের নাগরিকত্ব নিয়ে ব্রিটিশ সরকারকে চিঠি দেওয়া হয়েছে। কেন্দ্রকে ৫ মে পর্যন্ত সময় দেয় আদালত। কিন্তু সেই জবাব দিতে পারেনি কেন্দ্র। ফলে বিজেপি নেতা, আইনজীবী ভিগ্নেশ শিশিরের আবেদন খারিজ দেয় আদালত। মামলাকারীকে আবেদন প্রত্যাহারের সুযোগ দিয়ে নতুনভাবে আরজি পেশ করার সুযোগ। সেই সূত্রে মামলা প্রত্যাহার।
উল্লেখ্য, রাহল গান্ধীর বিরুদ্ধে একাধিকবার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগে দিল্লি হাইকোর্টে এই একই অভিযোগে মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী।
দেখুন আরও খবর-