স্পোর্টস ডেস্ক: ১৭ মে ফিরতে চলেছে আইপিএল (IPL 2025)। ভারত-পাকিস্তান উত্তেজনার জেরে এক সপ্তাহের বেশি বন্ধ ছিল এই টুর্নামেন্ট। এই বিলম্বের জন্য পিছিয়ে গিয়েছে প্লে অফ এবং ফাইনাল। এদিকে শুরু হতে চলেছে আন্তর্জাতিক খেলা। সবার আগে রয়েছে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final 2025)। সে কারণেই আইপিএলে অংশ নেওয়া খেলোয়াড়দের দেশে ফিরতে বলছে প্রোটিয়া বোর্ড।
দঃ আফ্রিকার কোচ শুকরি কনরাড (Shukri Conrad) স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২৬ মে-র মধ্যে দেশে ফিরতে হবে সমস্ত ক্রিকেটারদের। তিনি আইপিএলের জন্য কাউকে ছাড় দিতে চান না। কনরাড বলেছেন, ‘‘আইপিএল এবং বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি অনুযায়ী, ২৫ মে ফাইনালের পর ২৬ মে ক্রিকেটারেরা ফিরে আসবে। আমাদের দিক থেকে কোনও পরিবর্তন করা হয়নি। আমি চাই আমাদের ক্রিকেটারেরা যেন ২৬ মে দেশে ফিরে আসে।”
আরও পড়ুন: বাকি আইপিএল কি বিদেশি ছাড়াই! জটিলতা কোথায়?
আইপিএলে খেলা রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, কাগিসো রাবাডা, এইডেন মার্করাম, মার্কো জানসেনদের চুক্তি ছিল ২৫ মে পর্যন্তই। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তাঁরা অনুমতি পাবেন কি না জানা নেই। কোচের সঙ্গে সহমত পোষণ করছেন প্রোটিয়া বোর্ডের কর্তারাও। তাঁদের একজন জানিয়েছেন, টেস্ট বিশ্বকাপে ফাইনাল খেলার থেকে বেশি সম্মানের কিছু হয় না। টি-টোয়েন্টি লিগ ক্রিকেটের গুরুত্ব আমরা বুঝি। কিন্তু জাতীয় দলের গুরুত্বই আগে। বিশেষ করে যখন এমন একটা ম্যাচ সামনে।
দেখুন অন্য খবর: