মুর্শিদাবাদ: আবারও খবরের শিরোনামে উঠে এল মুর্শিদাবাদ (Murshidabad) জেলার সামশেরগঞ্জ। এই নিয়ে পর পর তিনদিন সেখানকার একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার করেছে সামশেরগঞ্জ থানার (Samsherganj Police Station) পুলিশ। এ নিয়ে উত্তপ্ত গোটা এলাকার পরিস্থিতি। গোপন সূত্রে খবর, পেয়ে আজ বুধবার সকালে সামশেরগঞ্জের বাবপুর ও আলমসাহির দুটি আমবাগানে হানা দিয়ে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার করেছে পুলিশ।
এরপরেই খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। পুলিশের তরফে অনুমান করা হচ্ছে, সামশেরগঞ্জের দুটি আমবাগান থেকে যে বোমা উদ্ধার হয়েছে তাতে মোট তিনটি জারে প্রায় ৩০টি বোমা রয়েছে। আরও বোমা উদ্ধারের খোঁজে ইতিমধ্যেই পুলিশ কুকুর নামানো হয়েছে ওই এলাকায়। বাড়তি নজরদারির খাতিরে একাধিক এলাকায় কুকুর নিয়ে তল্লাশি শুরু হয়েছে জোরকদমে। এই অভিযান চালানো হচ্ছে জঙ্গিপুর পুলিশ এসপি অমিত কুমার সাউ, ফারাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খান ও সামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের তত্ত্বাবধানে।
স্বাভাবিকভাবেই সামশেরগঞ্জের একের পর এক এলাকা থেকে নিত্য বোমা উদ্ধারের ঘটনায় অশান্তি এড়াতে তৎপর ও সজাগ রয়েছে পুলিশ প্রশাসন। প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার সামশেরগঞ্জ থানার পুলিশের তরফে দেবীদাসপুর সংলগ্ন জোতকাশী আমবাগান থেকে দু’ বালতি তাজা বোমা উদ্ধার করা হয়। তারপরেই গোটা জায়গাটিকে ঘিরে ফেলা হয় পুলিশের তরফে। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল ইউনিটকে। বালতি ভর্তি বোমা কোথা থেকে এল তার খোঁজে তল্লাশি চলছে পুলিশের তরফে।
আরও পড়ুন: ফের বাংলায় লাইনচ্যুত ট্রেন, কোথায় কীভাবে? দেখুন
আবার ঠিক তার আগের দিন অর্থাৎ সোমবার সকালে সামশেরগঞ্জের মালঞ্চ গ্রামে রঙিন বোমাকে খেলার বল ভেবে খেলতে গিয়ে গুরুতর জখম হয় দুই শিশু। পর পর তিন দিন বোমা উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই গোটা সামশেরগঞ্জ জুড়ে নতুন করে আবারও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। জেলা পুলিশের এক আধিকারিকের তরফে জানা গিয়েছে, সুতি এবং সামশেরগঞ্জে ওয়াকফ সংশোধনী বিল ঘিরে সাম্প্রতিক অশান্তির পর থেকে জেলা পুলিশের বিশেষ দলের তরফে সমস্ত থানা এলাকায় বোমা উদ্ধারের জন্য বিশেষ অভিযান চালানো হচ্ছে। পুলিশের তরফে আশঙ্কা করা হচ্ছে, গ্রেফতারি থেকে বাঁচতে একাধিক এলাকায় দুষ্কৃতীরা লুকিয়ে মজুত করে রাখা বোমা নানান এলাকায় ফেলে দিয়ে যাচ্ছে। বলা বাহুল্য, নিত্যদিন রাজ্যের একের পর এক জেলায় বোমা উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে।
অন্য খবর দেখুন