ওয়েব ডেস্ক: ভারত-পাক সীমান্ত উত্তেজনার(India-Pakistan border tension) জন্য বলিউড অভিনেত্রী আলিয়া ভাট(Actress Alia Bhat) গতকাল কান চলচ্চিত্র(Cannes Film Fest) উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে যাননি। এই প্রথমবার তিনি এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছিলেন। জানা যাচ্ছে সীমান্তে উত্তেজনার কথা বিবেচনা করেই ‘রাজি’ অভিনেত্রী আলিয়া ভাট তার এই সফর বাতিল করেন। অবশ্য তিনি বলেছেন যে উদ্বোধনী অনুষ্ঠানে না গেলেও তিনি যে যাবেন না এমনটা নয়। সীমান্তের পরিস্থিতি যদি শান্ত হয় তাহলে অন্য কোন তারিখে তিনি কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার কথা ভাবতে পারেন। প্রসঙ্গত, আগামী ২৪ মে পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব। এ বছর আবার কান চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছেন ঐশ্বর্য রাই। তবে তিনি কান চলচ্চিত্র উৎসবে শেষ পর্যন্ত যাবেন কিনা তা এখনো জানা যায়নি।কান উৎসবে ঐশ্বর্যা রাই বচ্চনের উপস্থিতি নিয়েও জল্পনা তৈরি হয়েছিল। ২০০২ সাল থেকে কান চলচ্চিত্র উৎসবে তাঁর সফর শুরু হয়েছিল। তার পর থেকে প্রায় প্রতি বছরই কান চলচ্চিত্র উৎসবে তাঁকে দেখা গিয়েছিল।
আরও পড়ুন:কয়েক লাখ টাকার ‘টিয়া’ নিয়ে কান-এর লাল গালিচায় ঊর্বশী
প্রসঙ্গত, এর আগে খবর ছিল যে এবার কানের রেড কার্পেটে দেখা যাবে আলিয়াকে। এই প্রথমবার অভিনেত্রীকে কান উৎসবের লাল গালিচায় দেখা যাবে বলে তার অনুরাগীরা যথেষ্ট উত্তেজিত ছিল। সাম্প্রতিক ভারত-পাক উত্তেজনার পরিস্থিতি কথা মাথায় রেখেই তিনি এবার কানের লাল গালিচায় থাকতে পারছেন না বলে শেষ মুহূর্তে জানিয়ে দিয়েছেন।এই গুরুত্বপূর্ণ সময়ে কান-এ যাওয়া সমীচীন নয় বলে মনে করছেন তিনি। নিজের দেশের কথা ভেবেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।