ওয়েবডেস্ক: ভারতের কূটনৈতিক চাপে নতি স্বীকার করল পাকিস্তান। দীর্ঘ ২২ দিন পর দেশে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ (Purnam kumar Shaw)। আজ সকাল সাড়ে ১০টা নাগাদ আটারি (Attari) সীমান্ত দিয়ে ফিরলেন জওয়ান। শারীরিকভাবে সুস্থ আছেন বিএসএফ জওয়ান বলেই জানা গেছে।
আপাতত আইসোলেশনে (Isolation) থাকবেন তিনি। এর পর তাঁর শারীরিক পরীক্ষা করা হবে। তার পর কর্তৃপক্ষ ঠিক করবেন, পূর্ণম রিষড়ার বাড়িতে ফিরবেন, ফিরলেও কবে ফিরবেন? নাকি অন্যত্র তার পরিবারের সঙ্গে দেখা করবেন পূর্ণম। তবে এই সবই বেশ দীর্ঘ প্রক্রিয়া বলে জানা গেছে।
পূর্ণমের ভারতের ফেরার পরেই পূর্ণমের স্ত্রীকে ফোন করে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। খুব তাড়াতাড়ি ফিরে আসুক। আপনারা সবাই সুস্থ থাকুন। পরিবারের সবাইকে নিয়ে বাচ্চাদের নিয়ে আপনি ভালো থাকুন বলে রজনীকে (Rajani Shaw) শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।
রজনী মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। রজনী বলেন, আপনার সঙ্গে তিনদিন আগেই কথা হয়েছে। আজ উনি ফিরেছেন। এর জন্য অনেক ধন্যবাদ আপনাকে। মুখ্যমন্ত্রীকে রজনীকে জানান, আমি আগেই বলেছিলাম টেনশন করবেন না, ফিরে আসবেন। এখন আর দুঃখ করার মতো কিছু নেই, এখন শুধুই আনন্দ, সবাইকে নিয়ে ভালো থাকুন।
আরও পড়ুন: মুক্ত পূর্ণম কুমার সাউ, পাকিস্তান থেকে দেশে ফিরছেন কবে?
গত ২৩ এপ্রিল থেকে পাকিস্তানের হাতে বন্দি ছিলেন পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফেরাতে পাঠানকোটে তার কর্মস্থলে গিয়েছিলেন জওয়ানের স্ত্রী রজনী। কিন্তু স্বামীকে না নিয়েই ফিরতে হয় তাঁকে। রজনীর পাশে দাঁড়ান শ্রীরামপুরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গত রবিবার ফোনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন রজনী। ফোনে রজনী মুখ্যমন্ত্রীকে জানান, বাড়িতে একমাত্র রোজগেরে তার স্বামী। সপ্তাহে সপ্তাহে টাকা পাঠাতেন তিনি। পাকিস্তানের হাতে বন্দি হওয়ার পর থেকে টাকা পাঠানো বন্ধ। খুব অসুবিধায় পড়েছে তার পরিবার। মুখ্যমন্ত্রী রজনীকে আশ্বাস দেন তিনি ব্যবস্থা করছেন।
দেখুন ভিডিও-