কলকাতা: দমদমে ঢোকার আগে বড়সড় দুর্ঘটনা মুখে বনগাঁ লোকাল (Sealdah-Bangaon Local)। শিয়ালদহগামী বনগাঁ লোকাল (Derailed Bangaon Local ) লাইনচ্যুত। চার নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময় দুর্ঘটনা ঘটে। ১২ নম্বর বগির চাকা লাইনচ্যুত হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। ব্যাহত ট্রেন চলাচল। পরিষেবা থমকে যাওয়ায় ভোগান্তিতে নিত্যযাত্রীরা।
ট্রেনে খুব বেশি না থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে। জানা যাচ্ছে, বুধবার ১২ বেজে ১০ মিনিট নাগাদ বনগাঁ থেকে শিয়ালদহ ঢুকছিল ডাউন বনগাঁ লোকাল। আচমকা বিরাট ঝাঁকুনি অনুভব করেন যাত্রীরা। দেখা যায় ট্রেনের চাকাটি ট্র্যাক থেকে নেমে গিয়েছে। ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয় যাত্রীদের মধ্যে। ঘটনাস্থলে পৌঁছে যান ইঞ্জিনিয়ররা। অ্যাকশন রিলিফ পৌঁছেছে। তবে গতি কম থাকায় যাত্রীদের কোনও ক্ষতি হয়নি। আপাতত চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে দমদম ক্যান্টনমেন্টে দাঁড়িয়ে রয়েছে ডাউন হাসনাবাদ লোকাল। বিরাটিতে ডাউন গোবরডাঙা লোকাল এবং পরের বনগাঁ লোকাল মধ্যমগ্রামে দাঁড়িয়ে রয়েছে। এর প্রভাব পড়েছে আপ লাইনেও। ১২ টার থেকে ট্রেন চলাচল বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রাীদের।
আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, তাণ্ডব চালাবে কোন কোন জেলায়?
অন্য খবর দেখুন