ওয়েব ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পূর্ব অঞ্চলের কান শহরে গতকাল শুরু হয়েছে ৭৮তম চলচ্চিত্র উৎসব(78th Cannes Film Festival)। আন্তর্জাতিক তারকাদের সঙ্গে এ বছরেও লাস্যময়ী বলিউড অভিনেত্রীরা কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় উপস্থিত।
আরও পড়ুন: অবসরের পরেই বৃন্দাবনে বিরাট-অনুষ্কা
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কানের লাল গালিচায় অভিনেত্রীদের বিভিন্ন সাজের ছবি। তার মধ্যেই নজর কেড়েছে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা(Urvashi Rautela walks Cannes red carpet)। যদিও তাকে যথেষ্ট কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে। একটি অফ শোল্ডার রংবেরঙের গাউন পরেছিলেন উর্বশী। কালো গাউনের ওপর বিভিন্ন বোল্ড রং এর কাজ করা। নীল-লাল- হলুদ। চোখে রয়েছে নীল রংয়ের আইশ্যাডো। হেয়ার স্টাইলেও যথেষ্ট কায়দা। কানে ছিল মানানসই দুল।
হাতে রয়েছে মূল্যবান একটি টিয়া পাখি। আসলে এটি ৪ লক্ষ টাকার একটি পাখি আকারের ক্লাচ। এসব করেও নেটিজেনদের খুব একটা দৃষ্টি কাটতে পারেননি উর্বশী। অনেকেই লিখেছেন জঘন্য সাজ। এই অতিরিক্ত রূপসজ্জা দেখে কটাক্ষ ভেসে এসেছে তার দিকে। অনেকে আবার ‘এ আই’ বলেও বিদ্রুপ করেছেন। ফ্রান্স ফ্যাশনেরই দেশ। কিন্তু তাই বলে সবকিছুকেই তারা ফ্যাশন বলে মেনে নিতে নারাজ। আধুনিক ফ্যাশন বলতে ‘নো লুক মেকআপ’ হল এখন ট্রেন্ড।কানের রেড কার্পেটে হেঁটে ট্রোলের শিকার হলেন উর্বশী। তবে সবাই যে ট্রোল করেছেন তা নয়। অনেক বলি তারকা আবার তাল্লুকের প্রশংসাও করেছেন। কান চলচ্চিত্র উৎসব চলবে আগামী ২৪ মে পর্যন্ত।