ওয়েব ডেস্ক: ধীরে ধীরে ছন্দে ফিরছে ভুস্বর্গ (Jammu and Kashmir)। মঙ্গলবার থেকে খুলে গিয়েছে স্থানীয় স্কুল কলেজ। সোমবার ঘোষণা করে শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার কথা জানিয়েছিলেন কাশ্মীরের ডিভিশনাল কমিশনার বিজয়কুমার বিধুরি। তবে সীমান্ত সংলগ্ন জেলা কুপওয়ারা, বারামুল্লা এবং বান্দিপোরার গুরেজের স্কুলগুলি বন্ধ থাকবে। সেই জায়গাগুলিতে এখনও পরিস্থিতির উপর কড়া নজরদারি চলছে। অপরদিকে, পাঞ্জাবের পাকিস্তান সীমান্ত সংলগ্ন জেলাগুলিতে সোমবারও বন্ধ ছিল স্কুল, কলেজ। বাকি রাজ্যে সোমবার থেকেই চালু হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান।
উল্লেখ্য, গত ৭ মে পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলিকে ‘উড়িয়ে’ দেয় ভারতীয় সেনা। ভারতীয় সেনার অভিযানের নাম ছিল ‘অপারেশ সিঁদুর’ (Operation Sindoor)। তার পরেই ভারতের সীমান্ত সংলগ্ন এলাকায় ড্রোন হামলা করে পাকিস্তান। তবে সে চেষ্টা ব্যর্থ করেছে ভারতীয় বায়ুসেনা। এই পরিস্থিতিতে জম্ম-কাশ্মীর ও পাঞ্জাবে স্কুলগুলি বন্ধ করে দেওয়া হয়।
এরপর শনিবার, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করে রাজধানী দিল্লি। নির্লজ্জ পাকিস্তান ভয়ে পিছপা হয়। শান্ত হয় সীমান্ত এলাকা। পরিস্থিতি সামলে মঙ্গলবার থেকেই জম্মু ও কাশ্মীরের স্কুল, কলেজ খুলে দেওয়ার ঘোষণা করল প্রশাসন। এমনকী, চলতি সপ্তাহের সোমবার পাঞ্জাবের সীমান্ত সংলগ্ন অমৃতসর, পঠানকোট, ফিরোজ়পুর, গুরদাসপুর, তর্ন তারানে সোমবারও বন্ধ ছিল স্কুল, কলেজ। নিরাপদে সেই স্কুলগুলি কবে চালু হতে পারে, তা এখনও জানায়নি প্রশাসন। তবে পঞ্জাবের বাকি জেলায় খুলে গিয়েছে স্কুল, কলেজ।