ওয়েবডেস্ক: আদানি (Adani) ঘুষকাণ্ড, আম্বানি (Ambani) জালিয়াতি – এ ভাবেই ধামাচাপা? ভারতের সোলার এনার্জি কর্পোরেশনের প্রধান আর পি গুপ্ত-কে (Chief RP Gupta) কোনও কারণ না দেখিয়ে বরখাস্ত করল কেন্দ্র (Centre) ।
কয়েক মাস আগে মার্কিন আদালত আদানি ঘুষকাণ্ড সামনে এনেছে। সোলার বিদ্যু্ৎ বেচাকেনায় অন্ধ্রপ্রদেশ সহ কয়েকটি রাজ্যের রাজনৈতিক নেতাদের ঘুষ দেওয়ার অভিযোগ আদানিদের বিরুদ্ধে।
এর আগে সোলার এনার্জি (Solar Energy Corporation of India) ব্যবসাতেই অনিল আম্বানির কোম্পানি রিল্যায়েন্স পাওয়ার-এর বিরুদ্ধে স্টেট ব্যাংকের নামে জাল নথি ব্যবহার করার অভিযোগ উঠেছে। এই সব কেলেঙ্কারিতে আর পি গুপ্ত-ও জড়িত, মত অভিজ্ঞ মহলের অনেকের।
এবার কি আর পি গুপ্ত-কে বরখাস্ত করে হাত ঝেড়ে ফেলতে চাইছে কেন্দ্র? মার্কিনিদেরও বলা যাবে, ভারত ব্যবস্থা নিয়েছে? আড়ালে থেকে কারবার চালিয়ে যাবেন আদানি, আম্বানিরা? আর পি গুপ্তকে বরখাস্ত নিয়ে কোনও কারণ ব্যাখ্যা করেনি কেন্দ্র। বিভিন্ন প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
আরও পড়ুন- দিল্লি হাইকোর্টের রায়ে স্বস্তি, UPSC ডিগ্রি স্পিকার ওম বিড়লা কন্যা অঞ্জলির পক্ষেই
১০ মে মন্ত্রিসভার নিয়োগ কমিটির এক নির্দেশিকায় জানানো হয়, “তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়” রামেশ্বর প্রসাদ গুপ্তাকে বরখাস্ত করা হয়েছে। কিন্তু বরখাস্তের কোনও কারণ উল্লেখ করা হয়নি।
রামেশ্বর প্রসাদ গুপ্তা বা আর পি গুপ্তা ছিলেন গুজরাট ক্যাডারের অবসরপ্রাপ্ত আইএএস অফিসার। পাশাপাশ শেষবার তিনি পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রকের দায়িত্বে ছিলেন। তিনি ২০২৩ সালের জুন মাসে SECI-র দায়িত্ব নেন, আগামী মাসে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া (SECI)র বিরুদ্ধে একাধিক স্বচ্ছতার অভিযোগ উঠেছে। সংস্থাটির প্রায় ১২ গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রকল্প এখনও বিদ্যুৎ বিক্রয় বা ক্রয় চুক্তির অনুমোদন পায়নি। এই আবহে আদানি গ্রুপ এবং Azure Power-এর সঙ্গে যুক্ত প্রকল্পগুলির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। অভিযোগ উঠেছে, ২০১৯-২০ SECI মাধ্যমে ৩০ গিগাওয়াটের টেন্ডার ডাকা হয়েছিল, কিন্তু তার অধিকাংশ প্রকল্পে কোনও ক্রেতা মেলেনি। বরখাস্ত নিয়ে আর পি গুপ্তার কোনও মন্তব্য পাওয়া যায়নি।
দেখুন আরও খবর-