বসিরহাট: সোশ্যাল মিডিয়ায় (Social Media) দেশবিরোধী তথা বিতর্কিত পোস্ট করে শ্রীঘরে গেলেন এক যুবক। বসিরহাট থানার (Basirhat Police Station) পিফা গ্রাম পঞ্চায়েত (Pifa Gram Panchayat) এলাকার বাসিন্দা সইফুদ্দিন আহমেদ। তাঁকে গ্রেফতার করল বসিরহাট থানার পুলিশ। সামাজিক মাধ্যমে নিজের প্রোফাইলে একাধিক বিতর্কিত ছবিসহ দেশবিরোধী প্রচুর পোস্ট করেন ওই যুবক। সেই পোস্ট ভাইরাল হতেই সঙ্গে সঙ্গে তৎপর হয় বসিরহাটবাসী।
সইফুদ্দিনের বিরুদ্ধে বসিরহাট থানার সাইবার ক্রাইম বিভাগে (Cyber Crime Cell) লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে বসিরহাট থানার পুলিশ আধিকারিকরা তদন্তে নেমে সইফুদ্দিন আহমেদ নামক ওই যুবককে গ্রেফতার করেন। ধৃতকে মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে।
আরও পড়ুন: বাংলায় বাড়ল পেট্রোল ডিজেলের দাম
অভিযোগকারীদের দাবি, ভারত-পাকিস্তান যুদ্ধের পরিস্থিতিতে যখন উত্তপ্ত গোটা ভারত সেই সময় ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ছবি বিতর্কিতভাবে নিজের প্রোফাইলে পোস্ট করা সহ একাধিক দেশবিরোধী পোস্ট তিনি করেন। যার কারণে তাঁদের মনে হয়েছে, তিনি ভারতবর্ষে বসবাস করে দেশবিরোধী কাজকর্ম চালাচ্ছেন, তাই অবিলম্বে তাঁর উপযুক্ত শাস্তি দেওয়া হোক।
দেখুন অন্য খবর: