ওয়েবডেস্ক: পরীক্ষা না দিয়ে ইউপিএসসি (UPSC) পাশের প্রশ্ন ওঠে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার (Lok Sobha OM Birla) মেয়ের বিরুদ্ধে।
ইউপিএসসি যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা পোস্ট গুগল (Google) এবং এক্স থেকে সরানো নিয়ে দিল্লি হাইকোর্টের (Delhi High Court) নির্দেশ কার্যকর হল। আদালতের রায়ে ডিক্রি অঞ্জলি বিড়লার পক্ষে।
পিতার রাজনৈতিক অবস্থান এবং দুর্নীতির আশ্রয় নিয়ে তিনি ইউপিএসসি উত্তীর্ণ হয়েছেন বলে সমাজমাধ্যমে অভিযোগ করা হয়েছিল। তার বিরুদ্ধে অঞ্জলি বিড়লা, যিনি বর্তমানে আইআরপিএস অফিসার, মানহানির মামলা এনেছিলেন।
আরও পড়ুন- যাচ্ছে EOS-09, মহাকাশ থেকে পাকিস্তানে নজর রাখবে ইসরো
সেই সূত্রে গত বছরের জুলাই মাসে হাইকোর্ট তাঁর পক্ষে নির্দেশ দিয়ে সমাজমাধ্যম থেকে সম্পর্কিত যাবতীয় পোস্ট মুছে দেওয়ার নির্দেশ দেয়।
মঙ্গলবারের শুনানিতে এক্স জানায়, ষোলটি এমন পোস্টের মধ্যে বারোটি সম্পূর্ণ মুছে দেওয়া হয়েছে। বাকি চারটিকে ব্লক করা হয়েছে। ওই চারটিসহ গুগলের ব্লক করা একটি পোস্ট অবিলম্বে মুছে ফেলার নির্দেশ।
উল্লেখ্য, অঞ্জলির অভিযোগসূত্রে মহারাষ্ট্র সাইবার সেলে এফআইআর হয় মূলত ধ্রুব রাঠি ও অন্যান্য যেসব পোস্ট থেকে অভিযোগগুলি তোলা হয়েছিল, তাদের বিরুদ্ধে। ফৌজদারি সেই মামলাগুলি চলছে।
দেখুন আরও খবর-