স্পোর্টস ডেস্ক: আর জল্পনার স্তরে নেই, এবার সত্যি হল। ব্রাজিলের (Brazil) জাতীয় দলের হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন কার্লো আন্সেলোত্তি (Carlo Ancelotti)। ৫ ও ১০ জুন যথাক্রমে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে খেলবে ব্রাজিল। তার আগেই দায়িত্ব নেবেন বর্তমানে রিয়াল মাদ্রিদের (Real Madrid) কোচ। এই প্রথমবার কোনও বিদেশি কোচ (আন্সেলোত্তি ইতালির নাগরিক) ব্রাজিলের দায়িত্ব নিতে চলেছেন।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (CBF) প্রেসিডেন্ট এডনাল্ডো রডরিগেজ জোর গলায় বলেছেন, “ব্রাজিলের দায়িত্বে কার্লো আন্সেলোত্তিকে আনা কৌশলগত পদক্ষেপের থেকে বড় কিছু। এটা বিশ্বের প্রতি ঘোষণা যে আমরা পোডিয়ামের শীর্ষস্থান ফিরে পেতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনিই ইতিহাসের সেরা কোচ এবং এবার তিনি এই গ্রহের সবথেকে সেরা দলের দায়িত্বে। একসঙ্গে আমরা ব্রাজিলীয় ফুটবলের নতুন গৌরবময় অধ্যায় লিখব।”
আরও পড়ুন: ১৭ মে ফিরছে আইপিএল, প্লে অফ আর ফাইনাল কবে?
রিয়ালের সঙ্গে আন্সেলোত্তির আরও এক বছরের চুক্তি ছিল। কিন্তু পারস্পরিক সমঝোতার মাধ্যমে সম্পর্কচ্ছেদ হচ্ছে দুই পক্ষের৷ আগামী ২৪ মে রিয়ালের হয়ে তাঁর শেষ ম্যাচ। সেদিন ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবেউতে রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে খেলবেন কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়ররা। সেদিনই রিয়াল সমর্থকরা ডন কার্লোকে বিদায় জানাবেন।
প্রসঙ্গত, এ মরসুমে মাদ্রিদের ক্লাবকে সাফল্য দিতে পারেননি আন্সেলোত্তি। কিন্তু তার আগের মরসুমেই এনে দিয়েছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। শুধ রিয়াল কেন, অন্যান্য ক্লাবের হয়েও ট্রফি জিতেছেন তিনি। আধুনিক ফুটবলে পেপ গুয়ার্দিওলা, জুর্গেন ক্লপের সঙ্গে আন্সেলোত্তির নাম উচ্চারিত হয়। তাঁর জায়গায় জাবি আলোনসোকে কোচ করতে পারে রিয়াল।
দেখুন অন্য খবর: