ওয়েবডেস্ক: আয়লা, ফণী, আমফান, ইয়াস রুদ্রমূর্তি নিয়ে মে মাসে একে একে ধেয়ে এসেছিল। যা নিমেছে লণ্ডভণ্ড করে দিয়ে দিয়েছিল ওড়িশা থেকে বাংলা। এবার ফের সেই মে মাসে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় (Cyclone)। বাংলায় ১৬ থেকে ২২ তারিখের একটি নিম্নচাপ তৈরি হতে পারে।
আবহাওয়াবিদেরা (Weather Expert) জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের ঘূর্ণনের জন্য একটি শক্তি প্রয়োজন হয়। ওই সময়ে সেটি হয়। সেইসঙ্গে জলীয় বাষ্প একটি বড় কারণ। তার সঙ্গে পুবালী হাওয়া, যেটি ঝড় বৃষ্টির জন্য অনুঘটকের মতো কাজ করে।
আরও পড়ুন: তাপপ্রবাহের সতর্কতার সঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস
আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র (আরএমসি) (RMC) সূত্রে খবর, আগামী কয়েক দিনের মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের (Bay Of Bengal) কাছে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেটি ঘূর্ণাবর্ত তৈরি করতে পারে। যদি, ১৬ মে থেকে ২২ মে এর মধ্যে নিম্নচাপ তৈরি হয়, তাহলে আবারো একটি ঘূর্ণিঝড় বা সাইক্লোনের রূপ নিতে পারে। আবহাওয়া দফতর পুরো পরিস্থিতির উপর নজর রাখছে। তিন থেকে চারদিন খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যেই সব ধারণা স্পষ্ট হবে। আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি সহ বৃষ্টিপাতের পূর্বাবাস রয়েছে। সেই সঙ্গে বেশ কয়েকটি জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই মুহূর্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলছে। বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, ১৩ মে শহরে হালকা বৃষ্টিপাতের পাশাপাশি মৃদু বাতাস বইতে পারে। তবে ১৪ মে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে যে ১৫ এবং ১৬ মে কলকাতায় মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
দেখুন আরও খবর-