ওয়েবডেস্ক: ভারত পাক উত্তেজনা (India Pakistan Conflict) আবহে ফের কাশ্মীরের (Kashmir) সোপিয়ানে (Shopian) সেনা-জঙ্গি গুলির লড়াই (Army-militants gunfight) । সোপিয়ানে পর পর গুলির শব্দ। প্রতিদিনের মতো মঙ্গলবারেও তল্লাশি অভিযানে বেরিয়েছিলেন সেনা বাহিনী। সেই সময় সেনাকে লক্ষ্য করে গুলি চালায় তারা।
এদিন গোপন সূত্রে খবর পেয়ে সোপিয়ানের সুকরু কেল্লার এলাকায় তল্লাশি অভিযানে নামে সেনা। তখনই মুখোমুখি হয় জঙ্গিরা। তাদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনা। এনকাউন্টটারে তিন জঙ্গি খতম হয়েছে বলে খবর। এখনও অভিযান অব্যাহত আছে বলেই জানা গেছে। জঙ্গিরা লস্কর তৈইবার (Lashkar members arrested) সদস্য বলে জানা গেছে।
আজ সোপিয়ানের একাধিক এলাকায় পহেলগাম কাণ্ডে জড়িত সন্ত্রাসীদের নাম করে পোস্টার সাঁটানো হয়েছে। সন্ত্রাসবাদীদের তথ্য দিলে ২০ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও করেছে। পহেলগাম কাণ্ডে নিরীহ পর্যটক খুনে তিন পাকিস্তানি জঙ্গির সন্ধানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আরও পড়ুন: জল ও রক্ত একসঙ্গে বইতে পারে না
গত ২২ এপ্রিল পহেলগামের বৈসারণে সন্ত্রাসী হামলা চলে। ঘটনায় ২৫ জন পর্যটক সহ এক কাশ্মীরি যুবক জঙ্গিদের বুলেটের শিকার হন। ঘটনায় গর্জে ওঠে গোটা দেশ। পাকিস্তানকে সরাসরি হুঙ্কার দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পর ৭ মে ভারত ‘অপারেশন সিঁন্দুর’ অভিযানে’ জঙ্গিদের ৯ টি ঘাঁটি গুঁড়িয়ে দেয়।
১০০ জঙ্গিকে নিকেশ করে ভারতীয় সেনা, এদের মধ্যে পাঁচজন ছিল কুখ্যাত জঙ্গি। এর পরেই সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানের জঙ্গি কার্যকলাপের জবাব ভারত উপযুক্ত ভাবে দেবে সেটি বুঝিয়ে দেন তিনি। প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, এখনও শেষ হয়নি, অপারেশন সিঁন্দুর, স্থগিত করা হয়েছে মাত্র।
দেখুন আরও খবর-