নয়া দিল্লি: সব বাসিন্দার অনুমতি ছাড়া বাড়িতে সিসিটিভি বসানো যাবে না। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টিভঙ্গিতে সহমত সুপ্রিম কোর্ট (Supreme Court)।
বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসানো নিয়ে বিরোধ দুই ভাইয়ের। বাড়িতে সংরক্ষিত প্রাচীন ও দুর্মূল্য জিনিস থাকায় এক ভাই সিসিটিভি বসাতে চাইলেও অন্যজনের আপত্তি। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি উদয় কুমারের রায়ে বলা হয়, অন্যের আপত্তি সত্বেও সিসিটিভি বসানো হলে অন্যের প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুন্ন হবে। যা মৌলিক অধিকারের অন্তর্গত।
আরও পড়ুন: যুদ্ধ থামতেই শেয়ার বাজারের বিরাট লাফ, বিস্তারিত জানুন এই ভিডিয়োয়
সুপ্রিম কোর্ট জানিয়েছে, অপরজনের অনুমতি ছাড়া সিসিটিভি ক্যামেরা বসানো যাবে না। একইসঙ্গে ওই রায়ে বাড়ির অন্দরে লাগানো পাঁচটি সিসিটিভি ক্যামেরা খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়। সেই রায়ে চূড়ান্ত সিলমোহর দিল বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি মনমোহনের ডিভিশন বেঞ্চ।
দেখুন আরও খবর: