স্পোর্টস ডেস্ক: রোহিত শর্মার (Rohit Sharma) পরে টেস্ট ক্রিকেট (Test Cricket) থেকে অবসর নিলেন বিরাট কোহলিও (Virat Kohli)। সামনেই রয়েছে ইংল্যান্ড সফর (England Tour), যেখানে পাঁচটি টেস্ট খেলবে তারা। ওই সিরিজেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র (২০২৫-২৭) শুরু করবে ভারত। দুই সিনিয়রের অনুপস্থিতিতে ব্যাটিং লাইন আপের অভিজ্ঞতায় ঘাটতি হবে তাতে কোনও সন্দেহ নেই। তবে আরও বড় প্রশ্ন হল, লাল বলে এবার ভারতের অধিনায়ক কে হবেন?
অস্ট্রেলিয়া সিরিজে ভারতের সহ-অধিনায়ক (দুই টেস্টে অধিনায়কত্ব করেছিলেন) জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) এতদিন নির্বাচকদের ফেভারিট ছিলেন। কিন্তু চোটপ্রবণতা এবং সুস্থ রাখার তাগিদেই বুমরা এখন নেতৃত্বের দৌড় থেকে ছিটকে গিয়েছেন। এই পরিস্থিতিতে সবার আগে নাম উঠে আসছে শুভমান গিলের (Shubhman Gill)। ইংল্যান্ড সিরিজে সহ-অধিনায়ক হিসেবে তাঁর নাম শোনা গিয়েছিল আগেই। এবার তাঁকেই নেতা হিসেবে ভাবা হচ্ছে। শুভমানের ডেপুটি হিসেবে থাকতে পারেন ঋষভ পন্থ (Rishabh Pant)।
আরও পড়ুন: এক নজরে সাদা জার্সিতে বিরাট কোহলির পরিসংখ্যান
ভয়াবহ গাড়ি দুর্ঘটনার আগের পন্থ হলে তিনিই হতেন অধিনায়ক হিসেবে ফেভারিট। কিন্তু এই মুহূর্তে ব্যাট হাতে খুব খারাপ সময় যাচ্ছে তাঁর। তার উপর আবার নেতৃত্বের দায়িত্ব ঘাড়ে চাপানোর পক্ষে নয় বিসিসিআই, এমনটাই গুঞ্জন। বরং আইপিএলে গুজরাত টাইটান্সকে সফলভাবে নেতৃত্ব দেওয়া গিল এখন অগ্রাধিকার পাচ্ছেন।
তবে অধিনায়ক যেই হোন, ইংল্যান্ডে খুবই কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে গৌতম গম্ভীরের দল। তিনি কোচ হয়ে আসার পর থেকে দীর্ঘতম ফর্ম্যাটে ভারতের পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক। এমনকী নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হতে হয়েছে টিম ইন্ডিয়াকে। ইংল্যান্ডে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
দেখুন অন্য খবর: