ওয়েব ডেস্ক: সোমবার দুপুর আড়াটেয় অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়ে ফের প্রেস ব্রিফ করেন সেনার উচ্চ পদস্থ আধিকারিকরা। ছিলেন তিন বাহিনীর অপারেশন হেড। কী বললেন তাঁরা? জেনে নিন সবিস্তারে।
গত কয়েকদিনের সংঘাতের পর থেকে রবিবার রাত থেকে শান্তিপূর্ণ ছিল জম্মু কাশ্মীর ও সীমান্তে অঞ্চল। সোমবার সেনাদের সাংবাদিক বৈঠকে জানানো হয়, আমরা জঙ্গি ঘাঁটিতেই হামলা চালিয়েছি। নিরীহ ভারতীয়দের উপর বর্বরচিত হামলা চালিয়েছে আতঙ্কবাদীরা আমাদের লড়াই জঙ্গিদের সঙ্গে। আমাদের লড়াই পাকসেনাদের সঙ্গে নয়। পাকিস্তান এই লড়াইকে ‘নিজের’ লড়াই বানিয়েছে। জঙ্গিদের সঙ্গে থাকা উচিত বলে মনে করে পাকিস্তান। তবুও এখনও অবধি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই জারি রয়েছে।
আরও পড়ুন: দুপুর ১২টায় আলোচনায় বসবেন ভারত-পাকিস্তানের DGMO
এদিন সংবাদমাধ্যমের জানানো হয়, ৭মে শুধু জঙ্গি ঘাঁটিগুলিতে হামলা হয়েছে। জঙ্গি ও তাদের সিস্টেমের বিরুদ্ধে এই লড়াই। এই লড়াই জঙ্গি ও জঙ্গিদের মদতদাতাদের বিরুদ্ধে।
পাক বিমানের হামলা রুখেছে ভারতীয় বায়ুসেনা। গত কয়েক বছরে জঙ্গিদের গতিবিধির পরিবর্তন হয়েছে।
ভারতীয় সেনাদের তরফে আরও জানানো হয়, পহেলগামে পাপের ঘড়া পূর্ণ হয়েছে। নিরীহ ভারতীয়দের উপর বর্বরচিত হামলা চালিয়েছে আতঙ্কবাদীরা। অপারেশন সিঁদুরের পর ভারতীয় সেনা চিনা পাক ড্রোনকে ধ্বংস করেছে। এই মুহূর্তে সুরক্ষিত ভারতীয় এয়ার ফিল্ড। পাকিস্তানকে হুঁশিয়ারি ডিজিএমওর। Ashes সিরিজের প্রসঙ্গ টেনে পাকিস্তানকে হুঁশিয়ারি। হামলার গতিবিধির উপর নজর রাখছে ভারতীয় সেনা।
এদিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতের DGMO বলেন, আমাদের মাল্টি লেয়ার্ড এয়ার ডিফেন্স গ্রিডের সামনে ব্যর্থ হয়ে যায় পাক সেনার হেভি শেলিং। BSF-এ আমাদের এই তিন বাহিনীর পরিকল্পনা মতোই দারুণ কাজ করেছে। পাকিস্তান এয়ার বেসের ধ্বংসের ছবি বৈঠকে ফের তুলে ধরলেন এয়ার মার্শাল একে ভারতী। ক্রিকেটের উদাহরণ তুলে ধরে ডিফেন্স লেয়ার বোঝালেন। পাকিস্তান প্রসঙ্গে বললেন, ‘ওদের কোনও সুযোগই ছিল না এই দুর্ভেদ্য ডিফেন্সকে ভেদ করে আমাদের সেনা ঘাঁটিতে হামলা করারক।’
দেখুন আরও খবর:
স