ওয়েবডেস্ক: ছত্তিশগড়ে ভয়াবহ দুর্ঘটনা (Chhattisgarh Horrific Accident) ) প্রাণ কেড়ে নিল ১৩ জনের। মৃতদের মধ্যে রয়েছে ৬ মাসের এক শিশু। আহত আরও ১৪। রবিরার রাতে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে ছত্তিশগড়ের রায়পুর (Raipur) ওবালোদাবাজার (Obalodabazar) হাইওয়েতে। পুলিশ সূত্রে খবর, রবিবার রাত প্রায় ১১ টা থেকে সাড়ে ১১ টার মধ্যে খারোরা থানার (Kharora police station) সড়াগাঁওয়ের কাছে বাঙ্গোলি গ্রামের কাছে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃতদের মধ্যে ৯ জন মহিলা, ২ জন কিশোরী, ১ জন কিশোর এবং একটি ছয় মাসের এক শিশু রয়েছে।
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই (Chhattisgarh Chief Minister Bishnu Deo Sai) এই ঘটনায় শোকজ্ঞাপন করেছেন। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ও আহতের ৫০ হাজার টাকা ঘোষণা করেছেন।
আরও পড়ুন: যুদ্ধ থামতেই শেয়ার বাজারের বিরাট লাফ, বিস্তারিত জানুন এই ভিডিয়োয়
জানা গেছে, যাত্রীরা ছাতোদ গ্রাম থেকে একটি পারিবারিক ‘ছটঠি’ অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে এই মর্মান্তিক ঘটনার শিকার হন। তাঁদের গাড়ি (নং CG 04 MQ 1259) একটি ট্রেলার ট্রাকের (নং JH 05 DP 7584) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহতদের প্রথমে খারোরা কমিউনিটি হেলথ সেন্টারে এবং পরে রায়পুর মেডিকেল কলেজে (মেখাহারা) স্থানান্তরিত করা হয়। প্রশাসনের তরফ থেকে তদন্ত শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী গাড়ির গতি অত্যন্ত বেশি ছিল।
দেখুন আরও খবর-