কলকাতা: আয়লা, ফণী, আমফান, ইয়াস- অতীতে রাসভারী এই ঘূর্ণিঝড়গুলি আছড়ে পড়েছে মে মাস নাগাদ। চলতি বছরের মে মাসও কি দুর্যোগের ঘনঘটার সাক্ষী থাকবে(West Bengal Weather)? তেমনই আগাম পূর্বাভাস দিল হাওয়া অফিস। জানা গিয়েছে, বঙ্গোপসাগরের উপর তৈরি হচ্ছে রাক্ষুসে গতির এক ঘূর্ণিঝড়। বাংলাদেশের প্রথম সারির এক সংবাদমাধ্যম দাবি করছে, আসন্ন ঘূর্ণিঝড়টির নাম শক্তি (Cyclone Shakti)। শ্রীলঙ্কার তরফ থেকে দেওয়া হয়েছে এই নাম। তবে ঝড়ের আগাম সতর্কতা দেননি Regional Meteorological Centre (RMC)।
RMC জানিয়েছে, ১৬ মে থেকে ২২ মে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের কাছে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভবনা রয়েছে। যেহেতু গত পাঁচ বছর ধরে প্রতি মে মাসে এই ধরনের ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, তাই এই ঘূর্ণবাতটিও ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীদের একাংশ।
আরও পড়ুন: বুদ্ধপূর্ণিমায় কমবে মেট্রোর সংখ্যা, জেনে নিন টাইম টেবিল জেনে রাখুন
আবহাওয়া দফতরের আরও জানিয়েছে, ঘূর্ণাবর্ত আদৌ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, হলেও কতদূর অগ্রসর হবে তা ভবিষ্যদ্বাণী করা যাবে না। আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আবহাওয়া দফতর বিষয়টি পর্যবেক্ষণে রাখছে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।
কিন্তু মে মাসেই কেন বার বার ধেয়ে আসে ঘূর্ণিঝড়? বিশেষজ্ঞরা বলছেন, এই সময়ে সমুদ্রের জলের উষ্ণতা বৃদ্ধি এর অন্যতম বড় কারণ। মে মাসে বাড়ে ঘূর্ণিঝড়ের প্রবণতা। সাইক্লোন সিজন এবং জলীয় বাষ্প যুক্ত পুবালী হাওয়া। এবারও কি মে মাসে ঘেয়ে আসবে ঘূর্ণিঝড়? সপ্তাহান্তেই স্পষ্ট হবে তা।
দেখুন আরও খবর: