ওয়েবডেস্ক: যুদ্ধ কোনও রোম্যান্টিক বিষয় নয়। যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যদি অর্ডার দেওয়া হয় তিনি যুদ্ধে যেতে প্রস্তুত। তবে প্রথম পদক্ষেপ সব সময় হওয়া উচিত কূটনৈতিক। বক্তব্য প্রাক্তন সেনাপ্রধান মনোজ নারাভানের (Manoj Naravane)। সংঘর্ষ বিরতির পদক্ষেপকে সমর্থন করেন তিনি। তাঁর বক্তব্য, যুদ্ধ খুব গুরুতর বিষয়। যুদ্ধ বা হিংসা শেষ ঘটনা হওয়া উচিত। প্রধানমন্ত্রী সেজন্যই বলেছেন এটা যুদ্ধের যুগ নয়। যুদ্ধের আতঙ্ক অনেক দিন থেকে যায়। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে রবিবার পুনেতে এই মন্তব্য প্রাক্তন সেনাপ্রধানের। এখন সংঘর্ষ বিরতি চলছে। সোমবারই ভারত ও পাকিস্তানের দুই মধ্যে সংঘর্ষ বিরতি সংক্রান্ত বিষয় নিয়ে ফের আলোচনা হবে। পহেলগামে গত ২২ এপ্রিল পাকিস্তানের মদতে জঙ্গি হামলা হয়। তাতে ২৬ জন পর্যটক প্রাণ হারান। এরপর ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। এরপর সীমান্ত ও লাগোয়া এলাকায় উত্তেজনা বাড়ে। কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়।
প্রাক্তন সেনাপ্রধান জানান, সীমান্ত এলাকায় মানুষদের মধ্যে আতঙ্ক রয়েছে। শিশুদের বিভীষিকার অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়। প্রাক্তন সেনাপ্রধানের বক্তব্য, যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন। তাঁদের প্রজন্মে সেই যন্ত্রণা বইয়ে বেড়াতে হয়। এছাড়া আতঙ্কের পরবর্তী ডিজঅর্ডার বা পোস্ট ট্রম্যাটিক স্ট্রেস ডিজঅর্ডার দেখা দেয়। ওই সব দৃশ্য দেখে ২০ বছর পরেও ভুলতে পারে না। মনোবিদ দেখাতে হয়।
আরও পড়ুন: দুদেশের সংঘর্ষ পরিস্থিতিতে বন্ধ থাকা ৩২টি বিমানবন্দর খুলল
কস্ট অ্যাকাউন্ট্যান্টসের ওই অনুষ্ঠানে নারাভানে আরও বলেন, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে আমরা প্রত্যেকেই সমান অংশীদার। পরিবারে হোক, সম্প্রদায়গুলির মধ্যে, দেশগুলির মধ্যে হোক আমাদের অন্য পথ বাছতে হবে। হিংসা কখনও জবাব হতে পারে না।
দেখুন অন্য খবর: