পেহেলগাঁও জঙ্গি হামলার(Pahelgao Terrorist attack) পর ভারতের ‘অপারেশন সিঁদুর'(Operation Sindoor) যথেষ্ট সফল হয়েছে বলে ধারণা। সীমান্তে দেশের সেনাদের বীরত্বে গর্বিত গোটা দেশ। এগিয়ে এসেছেন বলিউডের সেলেবরাও। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তারাও। কিন্তু এতদিন চুপ ছিলেন বলিউডের ভাইজান সলমন খান(Salman Khan)।
আরও পড়ুন:‘বলি অভিনেতারা সরকারের বিরুদ্ধে কথা বলেন না কেন!’ বিস্ফোরক জাভেদ আখতার
সংঘর্ষ বিরতি ঘোষণার পরই সলমন টুইট করেছেন যে,’সংঘর্ষ বিরতি ঘটনার জন্য ঈশ্বরকে ধন্যবাদ’।
আর তাতেই উঠেছে ঝড়। অনেকের মতে দেশের সেনাদের সাহসিকতাকে এড়িয়ে গিয়ে বলিউড তারকা এক রকম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। নেটিকান্দিরা অনেকে লিখেছেন,’ভারতীয় সেনাদের সাহসের সময় চুপ!…’ ! কটাক্ষের মুখে পড়ে সলমন তার টুইট তড়িঘড়ি মুছে ফেলেন। তাতেও তৈরি হয়েছে নতুন বিতর্ক। বেকায়দায় পড়েছেন ‘টাইগার’!
অনেক নেটিজেন সালমানকে উদ্দেশ্য করে লিখেছেন,’শুধু তারকা হলেই চলে না দেশের পাশে দাঁড়ানোর সাহস প্রয়োজন।’।